পাতা:হাফেজ.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ १०२ ] প্রেমের কার্য্যালয়ে ধৰ্ম্মদ্রোহিত অনিবাৰ্য্য, জাবুলহুব থাকিলে অনল কাহাকে দগ্ধ করিৰে * * প্রাণ সমর্পণকারীদিগের ধৰ্ম্মে গুণ জ্ঞান স্থান পায় না, এস্থলে ংশগৌরব ও ধন মৰ্য্যাদা নাই । যে সভাতে স্বৰ্য্য"এক রেণুরূপে পরিগণিত, সেখানে আপনাকে শ্ৰেষ্ঠরূপে দর্শন করা নীতি বহির্ভূত। মদিরা পান কর, যদি জগতে নিত্য জীবন প্রাপ্ত হু ওয়া যায়, স্বৰ্গীয় সুরা ব্যতীত অল্প কিছুতেই তাহ পাইবার উপায় নাই। হাফেজ, তোমার দ্যায় দীনহীনের সঙ্গে সখার সন্মিলন সেই দিনে হইবে যে দিনের সঙ্গে রজনীর যোগ নাই । আমার চিত্ত চন্দ্ৰানন বন্ধুদিগের প্রেম ভিন্ন অন্ত পথ গ্রহণ করে না, নানা প্রকার উপদেশ দিতেছি, কিন্তু গ্রহণ করে না । দোহাই ঈশ্বরের হে উপদেষ্টা, তুমি মুরা ও গায়কে ব কাহিনী বল, যেহেতু ইহা অপেক্ষ কোন চিত্র আমার ভাবপটে সুন্দর রূপে অঙ্কিত হইতেছে না। - লুকাইয়া স্বরাভাও বহন করিতেছি, লোকে কাগজের পুলিন্দ মনে করিতেছে, এই প্রবঞ্চনার অগ্নি যদি কার্যলিপিকে দগ্ধ না করে আশ্চর্য্যের বিষয় । - হে উপদেষ্টা, উপদেশ খর্বি কর, ঢোলক এবং ব:শি ধ্বনিতে জামাকে যোগ দিতে দাও, যেহেতু এই ধাতুতে ( ঢোলক ও ৰংশীতে) সরলতা ভিন্ন অন্য কোন ভাব প্রতিফলিত হইতেছে না ।

  • আবুল হব কোরেশ বংশীয় একজন প্রধান পুরুষ ছিল, সেই ব্যক্তি হজরত মোহম্মদের বিষম শ ক্র হইয়া দাড়াইয়া ছিল । সেই পাপে তাছাকে নরকানলে দগ্ধ হইতে হয় ।