পাতা:হাফেজ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ و ۰ د ] ফেল, একতার বাজারে নানা সম্পদসহ লোহিত মুরার সঙ্গে ( সংসার ) উপযুক্ত হইতেছে না । স্বদেশ ও সখী লোককে আবদ্ধ করিয়া রাখে, কিন্তু পারস্তদেশের কথা কি, সমগ্র পৃথিবী পাইলেও এই কেশের প্রতিশোধ হইতেছে না । লাভের আশায় অর্ণবযাত্রার ক্লেশ প্রথমতঃ অত্যন্ত সহজ বোধ হইতেছিল, ভুল বলিয়াছি, যেহেতু শত মুক্তাফলেও তাহার এক একটি তরঙ্গের ক্লেশের পরিশোধ হইতেছে না । যাও বৈরাগ্যধনপুঞ্জ অন্বেষণ কর, সুখ প্রান্তে উপবিষ্ট হও, যেহেতু মুহূৰ্ত্তকাল ক্ষুণ্ণমনা হওয়ায় জলস্থল লাভেও প্রতিশোধ হইতেছে না । t হাফেজের দ্যায় বৈরাগ্যের দ্বার অন্বেষণ কর, নীচ সংসারকে ছাড়িয় দাও, যেহেতু নীচ জন কর্তৃক উপকার একটী যবকণিকার তুলা ; শতমন সুবর্ণর বিনিময়েও উহার কোন মূল্য হইতেছে नl । `० ०२ ।। ー:(*)。ー বন্ধুতারূপ তরু স্থাপন কর, তাহাতে মনোরথফল ফলিবে, শক্ৰতারূপ বৃক্ষ উন্মুলন কর, কেন না তাহ অশেষ ক্লেশ উৎপাদন করে । যদি সখার অবাধ্যতচরণজনিত ক্লেশ তোমাকে মুখ্যমান, করিয়া থাকে, যখন তুমি মুরালয়ের অতিথি হইয়াছ তুখন প্রমত্ত লোকদিগের সঙ্গে আমোদে রত থাক । o সহবাসের রজনীকে প্রচুর জ্ঞান কর ও চূড়ান্ত রূপে আমোদ আলদ কর, কাল বহু দূরয় বেড়ায়, বহু দিবারাত্ৰ আনয়ন করে।