পাতা:হাফেজ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১০৯ } করিও না যেহেতু পেমেজেই তাছার সম্বন্ধে ঈদৃশ অবিচার ছঠয়াছে * । মনোহারিণী উদ্ভিদ কামিনীগণ অলঙ্কার পরিধান করিয়াছেন, কেবল আমার চিত্তহারীই ঈশ্বর প্রদত্ত সৌন্দর্য্য সহ উপস্থিত হইয়াছেন । যে সমস্ত তরুর ফলসম্পর্ক রহিয়াছে ; তাহারা ভারাক্রাস্ত ; মুখী সরলতরু যে, শোকবন্ধন হইতে মুক্ত হইয়াছে। গায়ক হাফেজের কথানুসারে একটি মিষ্ট গজল পাঠ কর, তাছা হইলে বলিব আমার সুখ সময় স্মরণ হইয়াছে। ১০৫ ৷ о е с - 2 e o - দীন ভিক্ষুদিগের বদনসৌন্দর্যো হৃদয়ভাণ্ডার সমর্পণ করিও না, তাই একজন রাজ তুল্য লোকের হস্তে অর্পণ কর যে, সম্মানিত করিবে + । হৈমবায়ুর অত্যাচার সকল তরু বহন করিতে পারে না, আমি সরল বুক্ষের সৎসাহসের দাস যে, সে এই ক্ষমত। রাখে । সুরাক্রয়ে কুসুম বিসর্জনের স্তায় ধন বিসর্জন করিতে কুষ্ঠিত হই ও না, তাহা হইলে বিবেক শত দোষ্ণে তোমাকে দোষী করিবে । ., *e জোলয়খানামী নারী ইয়োসেফিনামক যুবার প্রতি আসক্ত হইয়াছিলেন, ইয়ুসোফ জোলয়খব প্রতি বীতরাগ ছিলেন. + এস্থলে দীনভিক্ষুক বাহিক পেমাস্পদ। রাজতুল্যলোক মাধ্যাত্মিক প্রেমিক। অর্থাৎ বাহ্যিক লোকে র প্রক্তি প্রেমিক হইও না, আধ্যায়িক প্রেমিক হু ও । *. 鲁 $o e