পাতা:হাফেজ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

' [ ১১১ ] আমি আপনাকে বলিলাম, তাছা হইতে মন ফিরাইয়া ল9, মন আমাকে বলিল, ইহা সেই ব্যক্তির কার্য্য যাহার আপনার উপর অধিকার আছে । তোমার প্রতোক চূর্ণকু স্থলের বঁাকে পঞ্চাশটি করিয়া ফাঁদ আছে, এই ভগ্নমন কেমন বরিয়া সেই রাকের সঙ্গে পারিয়া উঠিৰে । পুষ্পবনে তোমার মুখমণ্ডলের দ্যায় কোন পুষ্প পাইবার প্রত্যাশায় সমীরণ উপস্থিত হয়, এবং অনুক্ষণ নিকুঞ্জের পাশ্বে ভ্রমণ করিয়া থাকে । প্রতিক্ষণ চঞ্চল লোকদিগের দ্যায় এক এক সথা আশ্রয় করিতে পারি না, ষে পৰ্য্যন্ত প্রাণ দেহ হইতে বহির্গত হয়, আমি আছি ও তাহার নিকেতনের দ্বার আছে । যেস্থানে সভাতে, হাফেজের নাম উচ্চারিত হয়, সেখানে প্রেমিকদিগের মণ্ডলীতে র্তাহার কুশল লোকে বলিয়া থাকে । ১০৭ ৷ —):-2(– কৃপাগুণে যাহার ভাগ্যে যাহা সমপিত হয়, সৰ্ব্বদা তাহার কামনাসিদ্ধিপাত্র প্রাণের সঙ্গে সংযুক্ত হয়। " আমি যে মুহূৰ্ত্ত সুরাপরিত্যাগে কৃতসংকল্প হইতে ইচ্ছা করিয়ছিলাম, তখনই বলিয়া ছলাম এই শাখা যদি ফল দান করে, উহা আত্মগ্লানি হইবে। . স্বরাপাত্রের জোতিতে আমার নির্জনভূমি জ্যোতিষ্মান হউক, যেহেতু মনম্বদিগের নিভৃত স্থান আলোকিত হওয়া আবশুক হয় ।