পাতা:হাফেজ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[. আমি তাহার গম্যপথে মস্তক স্থাপন করিয়া আছি, তিনি আমার দিকে গমন করিলেন না, শত অনুগ্রন্থের আশা করিয়াছিলাম, একবার দৃষ্টিপাতও করেন নাই । আমার আশ্রস্রোতঃ র্তাহার মন হইতে বিদ্বেষ ভাব প্রক্ষালিত করে নাই, কঠিন প্রস্তরে বৃষ্টিবিন্দু সংক্রমণ করে নাই। কল্য রাত্রিতে আমার আর্তনাদে মৎস্ত ও পক্ষী নিদ্র ফাইতে পারে নাই, এবং সেই চতুর নেত্রকে দেখ, সে নিদ্রা হইতে মস্তক উত্তোলন করে নাই । আমি ইচ্ছা করিতেছিলাম যে, দীপের ন্তায় তাহার চরণে প্রাণ উৎসর্গ করিব, কিন্তু তিনি প্রাতঃসমীরণের ন্তায় আমার দিকে গমন করেন নাই । ঈশ্বর, তুমি সেই বীৰ্য্যৰান যুবাকে রক্ষা কর, যেহেতু সে প্রান্তনিবাপীদিগের দীর্ঘ নিশ্বাসরূপ শরের সম্বন্ধে সাবধানত অবলম্বন করে নাই । হে প্রাণ, কোন হতভাগ্য পাষাণহৃদয় আছে যে, সে তোমার বাণাঘাতের সম্মুখে প্রাণকে ঢালস্বরূপ করে নাই । দুঃসাহস দেখ, ধে মনপক্ষীর বাহু ও পক্ষ দগ্ধ, সে প্রেমিকের স্তরভিলাষ অস্তব হইতে দূর করে নাই। হাফেজ, তোমার প্রেমের কাহিনী অতিশয় মনোরম, তাহী এমন কেহ শুনে নাই যে ঔংস্থক্যের সহিত মস্তক উন্নমিত্ত করে ז כ כ כ ו iןa صبـ ق * یم سمحمه একটি তাল ৰাজাও, সেই বাদ্যযোগে আহ ! ধ্বনি করা