পাতা:হাফেজ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 eני ] যাইতে পরিবে, একটি কবিতা (সঙ্গীত ) উচ্চারণ কর, তৎসৱ বুহৎ পানপত্র পান করা যাইতে পারে । সখার দ্বারে মস্তক স্থাপন করিতে পারিলে, পদোন্নতির আনন্দধবনিতে গগন ভেদ করা যাইতে পারে। ফকিরের কুটারে প্রেম ও মত্ততার তত্ত্ব সমাধিষ্ট হয় না, অগ্নিপূজকদিগের মুরাপাত্র অগ্নিপূজকদিগের সঙ্গেই পান করা যা হতে পারে । তোমার চূর্ণকুন্তলরূপ দহু নিষ্কণ্টক হইয়াছে, ইহা আশ্চৰ্য্য নয় যে, তুমি পথে দত্যু হইলে শত বণিক্‌কে সংহার করিতে পার। যদি বা তোমার সন্মিলনসম্পদ দ্বার উদঘাটন করিতে চায়, এই-মনে করিয়া তোমার দ্বারে মস্তক অর্পণ করা যাইতে পারে - আমার দুঃখভারকুজ কলেবর তোমার নিকটে সামান্ত বোধ হয়, কিন্তু ইহাকে কামুক করিয়া তোমার শত্ৰগণের চক্ষে শর নিক্ষেপ করা যাইতে পারে । লজ্জায় আমি লুক্কায়িত আছি, পারপাত্রদাতা, অল্পগ্রহ কর, হয়তে সেই মুখে কয়েকটি চুম্বন প্রদান করা যাইতে পারে। যদি সখা আমার নয়নরূপ পয়ঃপ্রণালীর নিকটে চরণ ছায়া অর্পণ করেন, ত হার গম্যপথের ধূলিতে স্রোঙ্গোজল সিঞ্চন করা যাইতে পারে । রাজপ্রাসাদ ফকিরের আবাস নয়, আমি জাছি ও আমার সেই জীর্ণ খের্ক আছে যে তাহাতে অগ্নি প্রদান করা যাইতে পারে। প্রকৃত দর্শক ( সখার ) এক কটাক্ষপাতে ইহলোক পরলোক বিসর্জন করে, প্রেম এমন বস্তু যে প্রেমিক জীবন্ধু পরীক্ষা প্রদান করিতে পারে ।