পাতা:হাফেজ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J בני ] স্বসংবাদ পহুছিয়াছে যে, বসন্ত সমাগত ও শম্প সমুদ্‌গত । অর্থের সমাগম হইলে সুরা ও কুমুমের জন্য তাহার ব্যয় হওয়া চাই । বিহঙ্গধর্বনি হইল, সুরাভাণ্ড কোথা ! বোল বোল বিহঙ্গ এই বলিয়া চিৎকার করিয়া উঠিল যে, কে পুষ্পের আবরণ ছিন্ন করিল ? আজ শশাঙ্কনিভ পানপাত্রদাতার মুখমণ্ডল হইতে কিছু পুষ্প চয়ন কর, তাহার বদনমণ্ডলব্ধপ উদ্যালের সমস্তাৎ শ্মশ্র রূপ ধেনফশা উদগত হইয়াছে। পানপাত্রদাতার অপাঙ্গদৃষ্টি আমার হৃদয়ুকে এরূপ করণ করিয়াছে যে, অন্য কাহার ও সঙ্গে আমার কথোপকথনের ক্ষমতা নাই । আমি কুমুমবং এই রঞ্জিত বৈরাগ্য বস্ত্র দগ্ধ করিয়া ফেলিব, যেহেতু স্বরাবণিক তাহাকে এক গওয মুরা যোগে ও ক্রয় কfরলেন মা । তুমি পথ প্রদর্শক ব্যতীত প্রেমবত্মে পদ স্থাপন করি ও না, যেহেতু যে ব্যক্তি এই পথে নেতা ভিন্ন চলিয়াছে সে নিরুদ্দিষ্ট হইয়াছে। যে ব্যক্তি কোম প্রেমাম্পদের চিবুক রূপ এপোল ফলে মুখ ংযোগ করে নাই, সে স্বৰ্গীয় ফলের কি আস্বাদন পাইয়।ছে । • তুমি ক্রোধ করিয়া দুঃখের নিন্দ করি ও না, যেহেতু নীতির পথে যে ব্যক্তি কোন দুঃখ ভোগ করে নাই, সে কোন সুখ প্রাপ্ত छ्न नाङ्के'। পূজা করে, একেশ্বরবাদী মোসলমানগণ তাহাদিগকে কাফের খলেন । র্ত্যহাদের মতে প্রক্তিমাকে নমস্কার করা পাপ ।