পাতা:হাফেজ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२२ ] কুমুমের মুখমণ্ডলের অগ্নি বোল বোল, পক্ষীর সম্পত্তিপুঞ্জ দগ্ধ করিল, দীপের সহাস্যমুখ পতঙ্গের পক্ষে বিপদ হইল । ধন্যবাদ যে প্রাতঃসন্ধ্যার ক্রনন বিনষ্ট হয় নাই, আমার বৃষ্টিবিন্দু নিঃসঙ্গ মুক্তাফল হইল । পানপত্রদাতার নয়ন ঐন্দ্রজালিক প্রবচন পাঠ করে, আমার জপমালাসঞ্চালনস্থানে ’পানপত্রে পরিবেশিত হইল । কল্য সভাস্থ হইয়া মোফী পানপাত্র ও সুর্যভাণ্ড ভাঙ্গিতেছিলেন, গত রজনীতে গও,ষপরিমাণ সুরাতে বুদ্ধিমান ও পণ্ডিত হইলেন। এক্ষণ গৌরবের মন্দির হাফেজের বাসস্থান, মন মনোহারীর নিকটে গিয়াছে, প্রাণ প্রাণ সখার নিকটবৰ্ত্তী হইল । ১১৮ । প্রাণ বহির্গত হইল, এবং তোমা হইতে মনোরথ সিদ্ধ হইতেছে না। আক্ষেপ যে, আমার ভাগ্য জাগরিত হইতেছে না । আমার চিত্তরঞ্জন সখার বদনের প্রসাদে সম্ভবতঃ তাহী হইবে, অন্তথা অন্ত কোন উপায়ে কাৰ্য্যসিদ্ধি হইতেছে না । হায় ! এই চি স্তাতেই প্রিয় জীবন শেষ হইল, তোমার কৃষ্ণকুন্তলজনিত বিপদ শেষ হইতেছে না । তোমার দ্বারের ধূলিতে দুঃখে এরূপ প্রাণত্যাগ করিতেছি যে, আমার জীবনের দীপ্তি দৃষ্টিগোচর হইতেছে না ! প্রাতঃসমীরণের সঙ্গে মনের অনেক কথা বলিবার আছে, আমার ভাগ্যক্রমে আজ রজনী প্রভাত হইতেছে না। । যে পর্য্যস্ত তোমার সমুন্নত কলেবর আলিঙ্গন পার্শ্বে গ্রহণ না করিতেছি, সে পৰ্য্যন্ত আমার মনোরথতরু ফলবান হইতেছে না।