পাতা:হাফেজ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ •२७ ] মন তোমার চূর্ণকুন্তলনিবাসী হইয়াছে, সেই বিপদগ্ৰস্ত বিদেশীর সংবাদ উপস্থিত হইতেছে না । হায় ! ধন প্রাণ সথাকে উৎসর্গ করি নাই, আমাঙ্কার প্রেমের কার্য্য কিঞ্চিম্মাত্র ও হইতেছে না । সর্বদা আমার প্রাভাতিক শর লক্ষ্যভ্রষ্ট হইত না, এক্ষণ কি হইয়াছে যে, একটি ও কৃতকাৰ্য্য হইতেছে না । হাফেজের মন নিরন্তর সকল লোক হইতে পলায়ন করিত, এক্ষণ তোমার কুন্তলচক্র হইতে বহির্গত হইতেছে না । ১১৯ ৷ فة مسمبر جع (چ‘ ‘ ہے یه ه বহুবৎসর নিরস্তর হৃদয় আমার নিকটে জমশেদের পানপত্র অন্বেষণ করিতেছে, নিজের যাহা আছে, তাহ অপরের নিকটে অন্বেষণ করিতেছিল + । বহুবৎসর হইতে হৃদয় আমার নিকটে জমশেদের পানপাত্র অন্বেষণ করিতেছে, নিজের যাহা আছে তাহ অপরের নিকটে অন্বেষণ করিতেছিল : । যে মুক্তাফল সংসারগুক্তির বর্হিভূত, তাহ সাগরকুলে পথবিভ্রান্ত লোকদিগের নিকটে অন্বেষণ করিতেছিল। কাল রজনীতে গুরু অগ্নিপূজকের নিকটে নিজের সঙ্কট জ্ঞাপন করিয়াছিলাম, যেহেতু তিনি অনুকুল দৃষ্টিতে প্ৰহেলিকার মীমাংস করিতেছিলেন । + .সম্রাট জমশেদের এক অলৌকিক পানপত্র ছিল, তৎপ্রতি দৃষ্টিপাত করিলে সমুদায় পৃথিবীর অবস্থা জানা যাটত ।

  • রাজা জমশেদের অলৌকিক পানপাত্রে দৃষ্টি করিলে

পৃথিবীর তত্ব লাভ হইত। এস্থলে জম্শেদের পানপত্র দিব্য জ্ঞানের আধার প্রাণ ।