পাতা:হাফেজ.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১২৪ ] এমন এক শূন্ত হৃদয়ব্যক্তি সৰ্ব্বাবস্থায় ঈশ্বর যাহার সঙ্গের সঙ্গী হইয়া আছেন, সে তাহাকে জানে না ও দূর হইতে ঈশ্বরের দোহাই দিয়া চিৎকার করিতেছিল । আমি তাহাকে ( গুরু অগ্নিপূজককে ) হস্তে পানপত্র ও সহাস্ত প্রফুল্ল দেখিয়ছিলাম, এবং তিনি সেই দর্পণেতে বহুবিধ আশ্চৰ্য্য ক্রিয়া করিতেছিলেন * । আমি জিজ্ঞাসা করিয়াছিলাম যে, হে জ্ঞানৰান পুরুষ, এই ভূবনপ্রদর্শক পানপত্র আপনার প্রতি কখন প্রদত্ত হইয়াছে ? তিনি বলিয়াছিলেন যে দিবস তিনি এই নীল নভঃ স্বজন করিতেছিলেন । o সেই বন্ধু যাহা ৰলিয়াছিলেন তাহাতে তিনি শূলাগ্রে স্থাপিত হন, তাহার এই অপরাধ ছিল যে, তিনি নিগূঢ় কথা ব্যক্ত করিত্রে ছিলেন । । যদি পুনৰ্ব্বার পবিত্রায়ার প্রসাদ সহায়তা করে, তবে অন্ত লোকেও তাহী করিবে যি কু যাহা করিতেছিলেন ৷ আমি তাহাকে বলিয়াছিলাম, সুন্দর পুত্তল সকলের চিকুরশৃঙ্খল কি জান ? তাহাতে তিনি বলিলেন, “হাফেজ তামসী নিশার কুৎসা করিতেছে - ১২০ ৷ —: §: - বহুকাল আমার কাগজ পত্র সুরার জন্য বন্ধক ছিল, জামার পাঠ ও প্রার্থনাযোগে সুরালয়ের শোভা ছিল । ক্ষত্রে স্থলে পানপার হস্তে অর্থ স্বৰ্গীয় জীবন প্রাপ্ত। ' + ইনি হোসেন মনম্বর, ইনি ঈশ্বরের সঙ্গে অভিন্ন যোগের অবস্থায় অহংত্রহ্ম বলিতেন। তাহাতে ঈশ্বরবিরোধী জানিয়া ৰিচারক শূলাস্ত্রে তাহার প্রাণ দগু করেন।