পাতা:হাফেজ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ *२e ] গুরু অগ্নিপূজকের ভদ্রতা দেখ, মাদৃশ বিষম প্রমত্তগণ যাহা করিয়াছে তাহার কৃপাদৃষ্টিতে তাহ ভাল দেখাইয়াছে। মন পরিধিশলাকার স্তায় চতুর্দিক ঘূর্ণায়মান হইতেছিল, এবং সেই পরিধিতে মস্তক বিঘূর্ণিত, কিন্তু চরণ মধ্য বিন্দুতে সম্বদ্ধ ছিল। জলস্রোতের পাশ্বস্ত পুষ্পের ন্তায় আমি আনন্দে উৎফুল্ল হইতেছি, যেহেতু আমার মস্তকের উপর সেই সরলতনু সরল তরুর ছায়া অপিত ছিল । আমার কুসুম কান্তি গুরু কপট সন্ন্যাসবস্থধারীদিগের সম্বন্ধে কুংসা রটনা করিতে অনুমতি দান করেন নাই, নতুবা অনেক কথা বলিবার ছিল । আমার সমুদায় জ্ঞানের কার্য্যালয় সুরারসে ধৌত কর, যেহেতু স্বৰ্গকে দেখিয়াছি যে, জ্ঞানীদিগের বিরুদ্ধে তাহার লক্ষ্য হয় । গায়ক প্রেমের যন্ত্রণায় এমন এক গজল গাইতে ছিলেন যে, তং শ্রবণে জগতের জ্ঞানী লোক অশ্রুপূর্ণলোচন হইয়াছিলেন । পানপাত্রদাতা, সরলতরু, পুষ্প ও লাল! কুসুমের প্রসঙ্গ হইতেছে, এবং এই গবেষণা অবসাদবিনাশন প্রাভাতিক পানপাত্রত্ৰয়ের সম্বন্ধে চলিতেছে * । মদির প্রদান কর, যেহেতু নিকুঞ্জস্থ নববধূ প্রভূত সৌন্দৰ্য্য লাক্ত কুরিয়াছে, প্রকৃতির কারুকার্য্যে অধুনা মন ভুলাইবার কার্য্য চলিতেছে । -

  • সুরাপায়িগণ প্রাতঃকালে তিনপাত্র সুরাপান করিয়া থাকে, তাছাতে পূৰ্ব্বদিনের পানজনিত অবসাদ বিদূরিত হয়।