পাতা:হাফেজ.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ४२४ ] কথা না শুনিয়া হাফেজ তোমার কটাক্ষপতে নিহত হইয়াছে, যে কথা শ্রবণ করিতেছে না তাহার জন্য করবাল উপযুক্ত। ১২২ ৷ ー:-S-3ー উষাকালে জাগ্রত সম্পদ আমার শীর্ষপাশ্বে আসিয়াছিলেন বলিয়াছিলেন, “উঠ, রাজা আসিয়াছেন”। “এক পাত্র গ্রহণ কর, এবং আনন্দমত্ত হইয়া তামাস দেখিতে গমন কর, তাহাতে দেখিবে যে, তোমার সখা কি ভাবে আসিয়াছেন”। হে প্ৰাতঃপ্রার্থনাকারী নিৰ্জ্জননিবাসী প্রেমিক, সুসংবাদ দান কর যে, খোতনের অরণ্য হইতে কস্তুরিকা মৃগ আসিয়াছে। বিরহানলে দগ্ধ লোকদিগের মুখমণ্ডলে ক্ৰন্দন ও আৰ্ত্তনাদ ঔজ্জলা প্রদান করিল, দীন প্রেমিকের আর্ভরব শ্রবণকারী আসিয়াড়েন । চিত্তবিহঙ্গ পুনৰ্ব্বার কাশ্মকরূপী ভ্রর আকাজী হইয়াছে, যেহেতু মন প্রাণ ধৰ্ম্ম তাহার শিকারের সঙ্কেতভূমিতে আসিয়াছে। হে পারাবত, শূমামার্গে আর কতক্ষণ ক্রীড়া করিবে ও দীপ্তি পাইবে, দৃষ্টি করিয়ু থাক, শ্রেম পক্ষী আসিয়াছে। পালপাত্রদাতা, মুর দান, এবং শক্রমিত্রের নিমিত্ত দুঃখ করি ৪ না, যেহেতু আমার হৃদয়ের লক্ষ্য স্থান উহা হইয়াছে ও ইহা আসিয়াছে । তুমি দিব্য রূপশালীর আনন্দে বিশুদ্ধ সুরা দান কর, যেহেতু লোলিত সুরা শোকাৰ্ত্ত মনের ঔষধস্বরূপ আসিয়াছে। o বসন্তকালীম বারিবাহ যখন সংসারের অস্থিরপ্রতিজ্ঞত দর্শন করিল, তখন তৃণ ও কুসুমের উপর তাহার ক্ৰন্দন হইয়াছে।