পাতা:হাফেজ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩• ] ই। আমার কবিতা মুবর্ণের ন্তায় প্রিয়, কিন্তু নিকৃষ্ট ধাতুর মিশ্রণকারীদিগের চক্ষে তাহা তাম্রস্বরূপ হইয়াছে। সুরালয়ের পথ হইতে বন্ধুগণ ফিরিয়া গিয়াছেন, যেহেতু হাফেজ এই পথ দিয়া গিয়াছে ও কাঙ্গাল হইয়াছে । ১২৪ ৷ যদি সুরাপাত্রদাতা এইরূপে মুরা পানপাত্রে অর্পণ করেন, তবে সমুদয় ঈশ্বরপরায়ণ লোককে নিত্যসুরাপানে অর্পণ করেন । যদি তিনি এই প্রকার কুঞ্চিত কুম্ভলের নিয়ে তিলকণিকা স্থাপন করেন তবে বহু বুদ্ধিবিহঙ্গকে জালে অর্পণ করেন। সেই সময়ই উষা কাস্তি সুরার সময়, যখন রজনী গগনরূপ পটমগুপে সন্ধ্যাযবনিকা অৰ্পণ করেন । দিবাভাগে কাজ কর, দিবাতে সুরাপানে মলিন দর্পণের দ্যায় চিত্তকে মলিনতায় অর্পণ করে। সেই প্রমত্তেরই সুখের অবস্থা, যিনি রূপবান সথার চরণে, জানেন না শির না শিরস্ত্রাণ কি অৰ্পণ করেন । হে বিরাগী পুরুষ, তুমি স্বৰ্যমগুলে মস্তক উত্তোলন করি ৪, যদি তোমার ভাগ্য.তোমাকে এই পূর্ণচন্দ্রমাতে অর্পণ করেন । অপরিপক্কমতি বৈরাগী অগ্রাহ করে, তবে সে পরিপক্ক হয় যদি পানপাত্রের মুরার প্রতি দৃষ্টি অর্পণ করে। হাফেজ, নগরের বিচারকের সঙ্গে সুরা পান নf', যেহেতু সে তোমার স্বরা ও পান করিবে এবং পানপাত্রে প্রস্তর ও নিক্ষেপ করিবে । ১২৫ ৷ t —:(* :— পুৰ্ব্বদিকৃপতি প্রভাকর যখন বিজয়পতাকা পৰ্ব্বত চূড়ায়