পাতা:হাফেজ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ ] ধৰ্ম্মরাজ্যের বীর বিজয়ী সম্রাটু মন মুর হন, তাছার অকাতর জান বর্ষার বারিবাহের প্রতি হাস্ত করিল। যদৰধি সুরাপাত্র তাহার হস্তে পহুছিল, সংসার আমদের পানপাত্র সুরাপায়ীদিগকে স্মরণ করিয়া পান করিল। যখন তারকাপুঞ্ছদগ্ধকারী দিবাকর একাকী সহস্ৰ সহস্ৰকে সংহার করিল, তখন তাহার নরমুণ্ডবী করবাল বিজয় প্রকাশ করিল । সেই আশ্চৰ্য্য প্রকৃতি, যদবধি উহা বিচিত্র অস্তিত্ব গ্রহণ করিস্বাছে, তদবধি তাহার পবিত্র প্রকৃতির মিৰ্ম্মলতা বিরাগী পুরুষদিগকে পরাস্ত করিল । হাফেজ, তুমি সৰ্ব্বদা তাহার আয়ু ও রাজত্বস্থায়িত্বের জন্য ঈশ্বরের করুণা ভিক্ষা কর, কাল এই সম্পদের মুদ্র বীর পুরুষদিগের নামে উৎসর্গ করিলেন । ১২৬ ৷ -سسد):-:(-اسপ্রভাতকালে বোলবোল পক্ষী সমীরণকে বলিল যে, দেখিতেছ কুসুমের প্রতি প্রেম আমার সম্বন্ধে কি সকল ব্যাপার করিয়াছে * । আমি সেই পিয়সখার সৎসাহসের দাস, যিনি অহেতু ও অকপট ভাবে সৎকার্ষ্য করিয়াছেন । - প্রাতঃসমীরণ র্তাহার পক্ষে সুখকর হউক, যেহেতু তিনি তাহাতে নিশাজীগরূকদিগের জন্ত ঔষধ প্রয়োগ করিয়াছেন । , আমি কখনও শত্রুদিগের আচরণে অভিযোগ করি না, আমার সঙ্গে যাহা কিছু করিয়াছে সেই প্রেমাস্পদ করিয়াtছ ।

  • এস্থলে বোলবোল অর্থে প্রেমিকের স্বীয় আত্মা, সমীরণ জর্থে ধৰ্ম্মপথ প্রদর্শক গুরু, পুষ্প অর্থে আধ্যাত্মিক প্রেমাম্পদ ।