পাতা:হাফেজ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ లిని ) কল্য যে সত্যের ভূমি প্রকাশিত হইবে, তখন সেই র্যাত্রিক লজ্জিত হইবেন যিনি অসত্যে দৃষ্টি স্থাপন করিয়াছেন। . হাফেজ, উচ্ছৃঙ্খল প্রেমিকদিগকে ভংসনা করিও না, মূলেতেই ঈশ্বর আমাদিগকে বৈরাগ্য ও কপটতাবিষয়ে নিষ্কাম করিয়া ו לטיל ו השC ہمم-خصی. যদি সোফী সুর পরিমিতরূপে পান করে তবে তাহার পান করা হউক, অন্যথা এই কার্যের চিন্তা সে বিস্তৃত হউক * । তপস্যা করিতে ছিলেন। তাহার এক মার্জার ছিল। ঘটনাক্রমে একদা এক চক্রবাক সেই তপস্যাকুটীরের নিকট দিয়া যাইতেছিল, সে তপস্বীর মার্জারকে দেখিল যে, কুটীরের দ্বারে পশ্চিমাভিমুখে নিস্তব্ধভাবে বসিয়া আছে । চক্রবাক মনে করিল যে, তাপসের মর্জার উপাসনা করিতেছে, প্রাণিহিংসা পরিত্যাগ করিয়াছে, এই ভাবিয়া সে নিঃশঙ্কভাবে তাহার নিকট দিয়া যাইতে লাগিল । যাই চক্ৰবাক মার্জারের নিকটে গমন, অমনি মার্জার তাহাকে আক্রমণ করিয়া সংহার করা। এস্থলে চক্রবাক ধৰ্ম্মযাত্রিক, মার্জার নিকৃষ্ট প্রবৃত্তি। কখনও নিকৃষ্ট প্রবৃত্তিকে একটু সংযত দেখিলে আপনাকে নিরাপদ মনে করা কর্তব্য নয়, ইহার এই তাৎপৰ্য্য । • * সোফীর উচিত যে, আপনার যোগ্যতা অনুসারে ঐশ্বরিক জ্যোতির অন্বেষণ করেন, অধিকতর অগ্রসর না হন । যিনি ঐক্ষ৭৪ সাধন সম্বন্ধে শিশুস্বরূপ, এতাদৃশ শক্তি লাভ করেন নাই যে, তাহা ধারণ করিতে পারেন তিনি যদি নিজের সাধ্যাতীত ৰিষয় প্রার্থনা করেন, পরে সেই বিষয় প্রকাশ পাইলেও তিনি ধারণ করিতে অক্ষম হন। অতএব তাহ ৰিন্থত ইউন।