পাতা:হাফেজ.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উষাকালে সমীরণ সখায় কুন্তল হইতে সৌরভ আহরণ করিতেছিল, আমার উন্মত্ত হৃদয়কে নূতনরপে প্ৰেমব্যাপারে প্ৰবৰ্ত্তিত করিতেছিল। প্রভাতে সখার চিকুরস্থত্রের সৌরতের ঈর্ষায় সমীরণ তাতার দেশ হইতে সমানীত সমুদায় কস্তরিকানুগন্ধি ইতস্ততঃ বিক্ষিপ্ত করিতেছিল । হাফেজ প্রদোষে তাহার প্রাসাদের ছাদে ( মুখ ) চন্দ্রমার জ্যোতিঃ সমুজল দেখিতেছিল, তাহাকে দেখিয়া যেন লজ্জা প্রযুক্ত সম্য প্রাচীরে মুখ স্থাপন করিতেছিল। ধন্ত ঈশ্বর, যদিচ তাহার তাদৃশ ক্রযুগল আমাকে নিপীড়িত করিয়াছে, তথাপি উহা দয়া করিয়া মাদৃশ রোগীর নিকটে কিছু সুসংবাদ আলিয়ন করিতেছিল। সখার আদ্যোপান্তে বদান্ততা, দয়া ও উপকারিতার নিদর্শন বিদ্যমান, যদ্যপি তিনি তসবি জপ করেন বা উপবীত ধারণ করিতেছেন । আমি সেই সুন্দর তরুকে হৃদয়োছান হইতে উৎপাটিত করিসছি, যেহেতু তাহার প্রত্যেক কুসুম বিচ্ছেদে বিকশিত হইয়াছিল, দুঃখফল প্রসব করিতেছিল । আমি তাঙ্কার নয়নের লুণ্ঠন ক্রিয়ার ভয়ে শোণিতাক্ত চিত্তকে মুক্ত করিয়াছি, সে পথে শোণিত বর্ষণ করিতেছে, এবং এইরূপই আচরঃ করিতেছে। সেইক্ষণ শুভক্ষণ সেই মুহূৰ্ত্ত শুভ মুহূৰ্ত্ত যখন তাহার সেই গ্ৰন্থিযুক্ত কুন্তল এইরূপে মন চুরি করিতেছিল ও শক্ৰ দোষ স্বীকার করিতেছিল । t