পাতা:হাফেজ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s४२ ] প্রভু জানিয়াছেন যে আমি প্রেমিক, অথচ কিছুই বলেন নাই, হাফেজ ও যদি জানেন আমি সেই হই, তাহাতে কি হয় ? ১৪৩ ৷ —):-:(— হৃদয়ের কার্য্য সম্পন্ন হইবে এই বাসনায় প্রাণ দ্রবীভূত হইল, সফল হইল না . এই অসার বাসনায় দগ্ধ হইলাম, লাভ হইল না । হায় ! লক্ষ্যরূপ রত্নভাণ্ডারের অন্বেষণে ক্লেশে সম্পূর্ণরূপে বিনাশ প্রাপ্ত হইলাম, লাভ হইল না। হায় ! হায় ! সখার সাক্ষাৎকাররূপ ভাণ্ডারের অনুসন্ধানে মহা জনদিগের দ্বারে ভিক্ষুকের ভাবে গেলাম. লাভ হইল না তিনি সংবাদ দিয়াছিলেন যে, প্রম হুদিগের সঙ্গে বাস করিবেন, স্বরাপায়ী ও প্রমহ্র বলিয়ু আমার নাম প্রসিদ্ধ হইল, লাভ হইল না ! •' বক্ষঃস্থলে তিপারাবত যদি অস্থির হয় সমুচিত বটে, যেহেতু সে আপন পথে আকুঞ্চিত জল দর্শন করিয়াছে, মুক্ত হয় নাই । প্রেমের পথে পথ প্রশদক ব্যতীত পদ স্থাপন করিও ন}, যেহেতু আমি স্বতঃ শত মনোযোগ পিধান করিয়াছি, কাৰ্য্যকর । श्ञ नाट्टे । প্রমত্তভাবে সেই আরক্তিম অধর চুম্বন করিব, এই বাসনায় । পানপাত্রের স্তায় আমার অস্ত-র কেমন শোণিত সঞ্চারিত হইয়াছে, - সফল হয় নাই । প্রণয়বশতঃ হাফেজ সহস্ৰ চাতুরী এই আশায় করিল যে প্রতিবন্ধী বাধ্য হইবে, হইল না । ১৪৪ । وجه تسمیه یحیح