পাতা:হাফেজ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধির হস্ত যে কোন চিত্র চিত্রিত করে সখীর রূপ ও কান্তি ব্যতীত উহ! সুখকর নহে । - সখীর সঙ্গে আলিঙ্গন ব তীত সুমিষ্টাধর কুসুম তনু সুখকর মহে । হাফেজ, পাণ তুচ্ছ বস্তু, উহা সখার উদেখে উৎসর্গ করার জষ্ঠ সুখকর নহে। ১৪৬ ৷ আমি বলিলাম, আমি তোমার বিচ্ছেদে শোকার্ত ; তিনি বলিলেন, “তোমার শোকের উপশান্তি হইবে।” আমি বলিলাম, তুমি আমার চিদাকাশের চন্দ্রম হইয়া থাক ; তিনি বললেন, “যদি সত্তঘটিত হয় হইবে ।” আমি বলিলাম, তুমি প্রেমিকদিগের নিকট প্রেমের রীতি শিক্ষা কর ; তিনি বলিলেন, “রূপলাবণ্যশালীদিগের দ্বারা এ কার্য্য अडान्न झईब्रां शाटक ” আমি বলিলাম, তোমার কু স্থলসৌরভ আমাকে জগতের নিকটে বিপথগামী বলিয়া পরিচিত করিয়াছে ; তিনি বলিলেন, “তুমি দাসত্ব করিতে থাক, যে ব্যক্তি দাস হয় তাহার মনোরথ সফল হইয়া থাকে ।” আমি বলিলাম, তোমার দয়ার্দ্র হৃদয় কবে সন্মিলনের চেষ্টা করিবে ; তিনি বলিলেন, “উৎপীড়ন সহা করিতে থাক; তাই হইলে সেই সময় উপস্থিত হইবে।” 岑 আমি বলিলাম, তোমার ভাবে আমি অন্ত দিকে দৃষ্টি নিরোধ করিয়া আছি ; তিনি বলিলেন, “সে চোর যে অন্ত পথ দিয়া আইসে।”