পাতা:হাফেজ.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( : స ] যে রোগী চিকিৎসকের নিকটে রোগ গোপন করে তাঙ্কার বেগি চিকিৎসায় প্রতী কারের লোগ্য হয় না । আমি প্রেম সাধন করিতেছি, আশা যে এই উচ্চ গুণ অন্ত গুণগ্রামের ত্যায় ব্যর্থ হয় না । গত রজনীতে তিনি বলিতেছিলেন যে কুল তোমার মনস্কামন পূর্ণ করিব, হে ঈশ্বর, কোন উপায় কর যাহাতে মন প্রবঞ্চিত नाँ इन्न । তোমার সুন্দর মুখের জন্ত আমি ঈশ্বরের নিকটে সুন্দর .প্রকৃতি প্রার্থনা করিতেছি ; তাহা হইলে আর আমার মন তোমা হইতে প্রবঞ্চিত হবে না । যে ব্যক্তি প্রতিমার পুরোভাগে উপস্থিত হইতে প্রাণের সহিত বিকম্পিত, তাহার দেন্ত নিঃসন্দেহ কোরাণের উপসৰু হয় না । যে পর্যন্ত হে হাফেজ, ধুলিকণিকার উচ্চ সাহস না হয় দে পৰ্য্যন্ত সে সমূজল স্বর্গ্যমগুলের প্রার্থী হয় না । ১৫১ ৷ -王[]王 অrমার কার্যা কালচক্রের প্রভাবে মীমাংসার দিকে পহুছিতেছে না, দুঃখে আমার হৃদয় মুহিত, প্রতীকারে পহুছিতেছে না । পথের ধূলির চায় বিনত হইয়াছি, বায়ুর দ্যায় ঘুরিয়া বেড়াইতেছি, যে পর্য্যন্ত লাঞ্ছিত না হই, অন্ন পহুছিতেছে না । - কালের অত্যাচারের প্রভাবে দুঃখীর এই খেদই প্রচুর, যে, হস্ত সখার অঞ্চলে পহুছিতেছে না। স্বীয় জীবন সম্বন্ধে আমি বিরাগী হইয়াছি, উপয়হীনের উপায় কি ? আদেশ যে পহুছিতেছে না ।