পাতা:হাফেজ.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘[ sહ8 ] রাঙ্গন, সভামণ্ডপস্থ হাফেজ, ফাতেহা পাঠ করিয়াছে. • সে তোমার রসনায় একটি আশীৰ্ব্বচনের আকাঙ্ক্ষা রাখে। ১৫৪ ৷ ممیم) :-:( ---- আমি সুর অগ্রাহ করিব, এ কি কথা ? ( সুরা যে অগ্রাহ করা অসঙ্গত, ) সাধারণতঃ এটুকু আমার বুদ্ধির আয়ত্ত হয়। আমি যে বহু নিশা ব্যাপিয়া ঢোলক ও সারিন্দ। বাদ্য যোগে নিবৃত্তি পথ রোধ করিয়াছি, এক্ষণ নিবৃত্তির পথ আশ্রয় করিব, একি কথা হয় ? বিরাগী পুরুষ মন্ততার পথ আশ্রয় না করিয়া থাকিলে ক্ষমা কর, প্রেম এমন একটি ব্যাপার যে উপদেশের বাহির হয় । এপর্য্যন্ত স্বরালয়ের পথ জানিতাম না, নতুৰ আমার লুক্কায়িত থাকা কি সম্ভব হয় ? আমি গুক অগ্নিপূজকের দাস, যেহেতু তিনি আমাকে অজ্ঞানত হইতে উদ্ধার করেন। আমার গুরু যাহা করেন তাহা একান্ত অমুকুল হয় । বিরাগী পুরুষ আর তাহার ধৰ্ম্মাভিমান ও নমাজ । আমি মত্ততা ও দীনতা,যে যাহার উপযুক্ত তাহাকে তাছাই দেওয়া হয় । গত রজনীতে এই খেদে নিদ্রা হয় নাই যে, এক জন পণ্ডিত ঘলিতেছিলেন “যদি হাফেজ মুরা পান করে, তবে নিন্দার বিষয় হয় ।” ১৫৫ ৷ - : o :-حسس

  • ফাতেহ কোরাণের প্রথম অধ্যায় কথিত আছে প্তাহ পাঠ করিলে উপস্থিত বিপদ কাটিয়া যায়।