পাতা:হাফেজ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৭ ] হে কুমুমস্তি, যদিচ নয়ন তোমার প্রহরী তথাপি তুমি সাবধান থাকি ও যেন তোমার ধন প্রহরী লইয়া না যায় । হাফেজ, বাক্যকুশল লোকের নিকটে তুমি বাশ্বিন্যাস করি ৪ না, যেহেতু কেহ মণি মুক্ত উপস্থার সাগর ও আকরের নিকটে লইয়া যায় না । ১৫৯ ৷ سـ):-:(حسد সুরা আমাকে পুনৰ্ব্বার বিবশ করিয়া ফেলিল, মুরা আমার উপর পুনৰ্ব্বার পরাক্রান্ত হইল । লোহিত স্বরাকে সহস্র ধন্যবাদ, যেহেতু উচ্ছ। আমার মুখমণ্ডল হঠতে পীতাভ হরণ করিল। o মুরার জন্য যে হস্ত দ্রাক্ষা চয়ন করিয়াছে তাহাকে আদর করি, যে চরণ উহা দলন করিয়াছে তাহ যেন স্থলিত না হয় । হে বৈরাগী পুরুষ, তুমি চলিয়া যা ও আমাল দোষ ধরি ও না, কেন না ঈশ্বরের কার্য্য ক্ষুদ্র কার্য্য নহে। সৃষ্টি অবধি প্রেম আমার পক্ষে নিদ্ধারিত হইয়াছে, বিধাতার লিপি খণ্ডন করা যাইতে পারে না । উচ্চ জ্ঞানের অহঙ্কার করি ও না, যেহেতু মৃত্যুকালে আরস্থ ও উপায়হীন লৈাকের ন্যায় প্রাণ দান করে * । জঘথা দুঃখ করি ও না, প্রসন্ন থাক, যদি উংকৃষ্ট কৌশেয় পরিচ্ছদ না থাকে, ধৈর্য্য ধারণ কর । o 琴 -محمك

  • আরস্তু একজন মহা পণ্ডিতের নাম, ইনি সম্রাট সেকেন্দরের মন্ত্রী আফলাতুন নামক বিখ্যাত পণ্ডিতের ছাত্র ছিলেন । ,