পাতা:হাফেজ.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ . . . ] সখার প্রাণের শপথ করিয়৷ বলিতেছি যে, তোমাদের বিরহজালার আবরণ ছিন্ন হইবে না, যদি তোমরা কাৰ্য্যসম্পাদক পরমেশ্বরের অল্প গ্রহের উপর নির্ভর না কর । মুরাবণিক গুরুর প্রথম উপদেশ এই যে, অযোগ্য লোক হইতে সাবধান তা অবলম্বন কর । হাফেজ, যদি তোমার নিকটে কেত পুরস্কার পার্থনা করে তুমি তাহাকে সখার হৃদয়রঞ্জন অধরে সমর্পণ কর । ১৬২ ৷

) + ( : —

যদি তোমার সঙ্গে আমার সন্মিলন হয় তবে আর স্বীয় ভাগ্য বিসয়ে আমার কি প্রার্থসিতব্য হয়। যদি ইহ পরলোকে এক ಘಕ್ಕೆ সথার সঙ্গে যাপন করি, আমার ইহ পরলোকে এই এক মুহূৰ্ত্তই লাভ হয় । তোমাব দ্বারে পেমিকদিগের কোলাহল হইবে আশ্চৰ্য্য কি ? যেস্তানে শর্কপাভা ও সেখানেই মক্ষি কাকুল একত্র হয়। সেই নিমগ্ন ব্যক্তির আর উদ্ধারের উপায় কৈ ? যাহার পূৰ্ব্বপশ্চাতে প্রেমযন্ত্রণার প্রবাহ ক্ষয় । করবালযোগ্নে পেমিক জনকে বধ করার প্রয়োজন কি ? কেন না আমি অৰ্দ্ধজীবিত, আমার পক্ষে এক কটাক্ষই যথেষ্ট হয় । সহস্রবার তিনি আমাকে ভাল বাসেন, পুনৰ্ব্বার যখন আমাকে দেখেন তখন বলেন, “এ ব্যক্তি কে হয় ?” আমার ভাগের হস্ত খৰ্ব্ব, এই কারণে সেই সমুচ্চ সরল তরু সৰ্ব্বদা আমার অনয়িত্ত হয় । রঞ্জিত সুরা ও সখার সঙ্গ সুখকর, চিত্তহার হাফেজের অনুক্ষণ সেই কামনা হয়। ১২৩ ৷