পাতা:হাফেজ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১৭১ ] তোমার বিরহের আক্রমণে অভুক্ষণ চীৎকার করিতেছি, দদি সমীরণ আমার আর্কনা দ তোমার নিকটে না পহুছায় আক্ষেপের বিষয় । বিলাপ চীৎকার ও আৰ্ত্তনাদ না করিয়া কি করিব ? তোমার বিচ্ছেদে আমি যেরূপ হঃ য়াছি কোন শক্ৰ যেন সোপাপ না হয় । অহনিশি ক্রোধ অভিমানে শোণিত পান করিতেছি, কেন করিব না, যখন তোমার দর্শনে বঞ্চিত আছি তখন কেমন করিয়া প্রসন্নচিত্ত থাকিব ? যদবধি তুমি মাদৃশ দগ্নহৃদয়জনের নয়নের অস্তবাল হইয়াছ তদবধি হৃদয় বহু শোণিত নয়ন প্রস্রবণ হইতে উন্মুক্ত করিয়াছে । এই প্রত্যেক নেত্ররোম কূপ হইতে শতাধিক শোণিতাশ্রবিন্দু ক্ষরিত হইতেছে, হায়! তোমার বিলঙ্গ আক্রমণে হৃদয় শোণিত নি:লারণ করিয়াছে । হৃদয় হার হাফেজ দিব নিশি তোমার স্মরণে নিমগ্ন, তুমি এই ভগ্নহৃদয় দাসের সম্বন্ধে সম্পূর্ণরূপে উদাসীন আছ । ১৬৪ । –$eoo? – হে মন, শুভ সংবাদ এই যে, পুন দ্বার বস সমীরণের সঞ্চার হইয়াছে, স্বসংবাদবাহক হোদহোদ পঙ্গী সব অঞ্চল হইতে প্রতাগত হইয়াছে ।

  • সমাট সেকন্দরের হোদহোদ নামক এক পক্ষী ছিল। কথিত আছে, সেই পক্ষী মানুষের ছায় কথা কহিতে পারিত, এবং সেকন্দরের দৌত্য কাৰ্য্য করিত। বলকে ল নায়ী এক রাষ্ট্রীর প্রতি সেকন্দর আসক্ত হইয়াছিলেন । সবানামক নগরে তাহার রাজবাটী ছিল । হোদহোদ সেথান হইতে প্রণয়ের শুভ সংবাদ সেকন্দরের নিকটে আনয়ন করে।

a