পাতা:হাফেজ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ oos ] নিঃশ্বাস নিঃশেষিত হইয়া আসিল তোমা হইতে কামনা সিদ্ধ হইতেছে না, হায়! আমার ভাগা জাগরিত হইতেছে না। এইভাবে পড়িয়া আমার আয়ুষ্কাল শেষ হইল, এক্ষণ ও তোমার কৃষ্ণ কুন্তলজনিত বিপদ শেষ হইতেছে না। হৃদয় কুন্তলনিবাসী হইয়া আছে, সেই বিপন্ন প্রবাসী হইতে সংবাদ আগত হইতেছে না । যে পৰ্য্যস্ত তোমার সমুন্নত কলেবর আলিঙ্গনপাশে বদ্ধ ন করিতেছি সে পৰ্য্যন্ত আমার ভাগ্যতরু ফলবান হইতেছে না । আমি প্রার্থনারূপ সহস্ৰ বাণ নিঃসরণ করিয়াছি, তন্মধ্যে একটি ও কৃতকাৰ্য্য হইতেছে না । হাফেজ, প্রেমের পূর্ণতাসাধনে মস্তক দান কর একটি সামান্ত কাজ, যাও, যদি তোমার দ্বারা তাহা না হয় চলিয়া যাও। ১৬৭ ৷ যে জন মুখমণ্ডল উৎফুর করিয়াছে সেই যে চিত্ত হরণ করিতে জানে তাহ নয়, যে ব্যক্তি দর্পণ নিৰ্ম্মাণ করে সেই যে সেকন্দরের ক্ষ মত রাখে তাহ নয় • । * যে জন বক্রভাবে মুকুট মস্তকে ধারণ করিয়াছে ও উষ্ণ গাষ্ঠীর্গ্যভাবে বসিয়ছে, সেই যে মুকুট ধারণ ও প্রভূত্ব করিতে জানে তাহ নসু । এস্থলে কেশ অপেক্ষ স্বল্পতর সহস্ৰ সূক্ষ্ম কথা আছে, ধে • ভূবনবিজয়ী সেকন্দর প্রথম দৰ্পণ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । কেহ দৰ্পণ নিৰ্ম্মাণ করিলেই যে সেকন্দরের প্রভাব লাভ করিবেন, ९ठाइ नम्न ! o