পাতা:হাফেজ.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যক্তি মস্তক মুগুন করে, সেই যে কলনারের ভাব জানে তাহা নয় * । - - স্বীয় নয়নজলে নিমগ্ন হইয়াছি, কি উপায় করি ; জলে প্রত্যেক ব্যক্তি যে সস্তরণ জানে তাহা নয় । , : আমি সেই মুখত্যাগী প্রমত্তের সৎসাহসের দাস, যিনি ভিক্ষুকের অবস্থাপন্ন, অথচ নিরুষ্ট ধাতুকে স্বধর্ণ করিতে জানেন । তোমার মুখমণ্ডলের তিলাঙ্কেই আমার নয়নতারার নীলিমা, মণিকারই নিঃসঙ্গ মুক্তাফলের মর্য্যাদ। জানে । হৃদয়কে হারাইয়াছি, জানিতাম না যে মনুষ্য সন্তান পরীর রীতি নীতি জানে + । - যিনি অঙ্গ সৌষ্টভ ও মুখচ্ছবিতে সৌন্দৰ্য্যশালাদিগের রাজা হইয়াছেন, তিনি যদি বিচার— প্রণালী জানেন, ভুবন জঙ্গ করিবেন। যদি তুমি শিথিতে চাও তবে অঙ্গীকার পালন করিলে ভাল হয়, নচেৎ তুমি যাহাকে দেখ, সেই প্রতিজ্ঞাভঙ্গরূপ অত্যাচারই छोंcन । তুমি নিঃস্ব লোকের ষ্ঠায় পারিশ্রমিক পাইবার জন্য দাসত্ব । করিও না, সখ! নিজে দাসকে প্রতিপালন করিতে জানেন । কে হাফেজের মনোহারিণী কবিতার মৰ্ম্ম বুঝিতে পারে ? য়াহার প্রকৃতি কোমল ও যিনি বচন বিদ্যাস জানেন। ১৬৮। কলন্দও এক শ্রেণীর সাধক তাহারা মস্তক মুগুন করিয়া থাকেন । , { কথিত আছে যে পরী সকল দর্শন দানে আপনার সেীনার্য্যে চিত্ত হরণ করিয়া অদৃশ্য হয়।