পাতা:হাফেজ.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ১৮e ] সূচক হয়, লোকে তাহ যেখানে শ্রৰণ করিয়াছে প্রেমভরে তাহার প্রশংসা করিয়াছে । ১৭১ ৷ উপদেষ্টগণ যে মম্বর ও মেহরাবে আত্ম প্রদর্শন করিতেছেন । ধখন নির্জন স্থানে যান তখন র্তাহার অন্তরূপ কাজ করিয়া থাকেন । আমার একটী কঠিন সমস্ত আছে, সভার পণ্ডিতদিগকে জিজ্ঞাসা কর ; অটুতাপের ব্যবস্থা দাতৃগণ নিজে কেন অনুতাপ অল্পই করিয়া থাকেন ? যেন তাহারা বিচারের দিনের প্রতি বিশ্বাস রাখেন না, ধেছেই র্তাহার এই সকল মিথ্যা প্রবঞ্চন বিচারপতি ঈশ্বরের কার্য্যে করিয়া থাকেন। আমি মদিরালয়ের গুরুর দাস, যেহেতু তাহার দীন দরিদ্র লোকেরা নিষ্কামবশতঃ ধনপুঞ্জের উপর ধূলী নিক্ষেপ করিয়া থাকে। হে কুটীরের ফকির, তুমি ফিরে এস, যেহেতু অগ্নিপূজকজিগের দেবমন্দিরে এক প্রকার পানীয় প্রদত্ত হয় যে, তাহ! হৃদয়কে ধনী করির থাকে । তাহার অনন্ত সৌন্দৰ্য্য যত কেন প্রেমিক বধ করুক না, অলক্ষিত স্থান হইতে আর এক দল প্রেমেন্তে মস্তক উল্লোলন করিয়া খাকে । * নমস্জেদেৰপের আকারে এক প্রকার বেদী থাকে: স্বাহার উপর. এমাম দণ্ডায়মান হইয়া উপদেশ দান করেন, তাহকে ' মঙ্কর বলে। মসজেদের পশ্চাদ্ভাগে কাম্মু কাকারে এক প্রকার তাক থাকে, এমাম তাহার অভিমুখীন হইয়া নমাজ পড়েন ।