পাতা:হাফেজ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ tt | হে বসন্তু সমীরণ, তাহার কুন্তলাগ্রে আমার হৃদয়কে দেখিহে পাইলে অনুগ্রহপূর্বক তাহাকে বলি ও যেন স্থান রক্ষা করেন । তোমার গম্য পথের ধূলি কোথায়, তাহা হইলে হাফেজ বসন্ত সমীরণের গোবভ স্মরণার্থ তাহ রক্ষা করিবে । ১৭৫ ৷ আমার আলয়ে যদি তোমার পদার্পণ হয় তাহা হইলে সৌভাগ্যগগনের হোম পক্ষী জালে বদ্ধ হয়। যদি আমার পানপাত্রে তোমার মুখমণ্ডলের কিঞ্চিৎ প্রতিবিম্ব পড়ে, তাহা হইলে আনন্দে শিরস্ত্রাণ জলবিম্বের দ্যায় ফেলিয়া দিব * । তোমার নিকেতনে যখন সমীরণের প্রবেশ হয় না, তখন আমার সেলাম করার অধিকার কেমন করিয়া হুইবে ? যখন তোমার অধরের জন্ত প্রাণ উৎসর্গীকৃত হইল তখন মনে করিতেছিলাম যে, তোমার অধর সুধারস একবিন্ধু আমার মুখে পড়িবে। তোমার কুঞ্চিত কুন্তল ভাবের রসনায় বলিয়াছে যে প্রাণকে সহায় করিও নু, আমার জালে এরূপ অনেক শিকার পড়িয়া থাকে । নরপালদিগেরও যখন এই দ্বারের ভূমি চুম্বন করিবার অধিকার নাই, তখন আমার সেলামের উত্তর দানে কৰ্বে তাহার অনুগ্রহ হইবে ? নিরাশ হইয়া এই দ্বার হইতে ফিবিয়া যাইও না, কোন রজ • আনন্দে জলবিম্বের দ্যায় শিরাস্ত্রাণ ফেলিয়া দেওয়ার অর্থ অত্যন্ত আনন্দ প্রকাশ করা ।