পাতা:হাফেজ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ১৩ ] বিশেষ নি ভূ ত স্থান ও শান্তি ভূমির এবং প্রেমের পুণ্যক্ষেত্র এই যে আমি দেখিতেছি, হে ঈশ্বর, ইচা স্বপ্নে না জাগরণে ? তোমার যোগোদানই স্বর্গোপ্তানের ঐ ধারণ করিয়াছে, তোমার বিয়োগের উত্তাপেই নরকাগ্নির উত্তাপ । স্বৰ্গ ও কল্পতরু তোমার রমণীয় বদন ও তন্ত্রর শরণাপন্ন হইয়াছে, তাহীদের পক্ষে ভালই হইয়াছে, তাহার। উত্তম আশ্রয় পাইয়াছে। - বসস্ত সৰ্ব্বতোভাবে তোমার রূপের বর্ণনা করিয়াছে, স্বর্গ তোমার সুবিচিত্রতার প্রসঙ্গ নানা ভাবে করিয়াছে । আমার অস্তদাহ হইয়াছে, এবং মনোরথ সিদ্ধ হয় নাই, মন যদি চরিতার্থ হইত শোণিতবিন্দুরূপ অশ্রু বর্ষণ করিত না । তুমি মনে করিও না যে, তোমার সময়ে কেবল প্রেমিকের মত্ত, তুমি দুঃখী বৈরাগী পুরুষদিগের অবস্থার সংবাদ জান না। হাফেজ, জীবন বিফলে যাইতেছে, নিবৃত্ত হইও না, চেষ্টা কর, প্রিয় জীবনের উদেণ্ড সফল করিয়া লও। ১৬। ー3(-):ー এস, আশা প্রাসাদের ভিত্তি অতিশয় দুর্বলু, স্বরা আনয়ন কর, যেহেতু জীবনভিত্তি বায়ুর উপর স্থাপিত । যে প্রকার ঘটনা ঘটুক না কেন তাহাতেই যে ব্যক্তির প্রমুক্ত ভাব, নীল নভোমণ্ডলের নিম্নে আমি তাহারই সৎসাহসের দাস । ভ্ৰ,তঃ তোমাকে একটি উপদেশ দিতেছি, পালন করিও, স্থপথগামী গুরু হইতে আমি এই কথা স্মরণে রাখিয়াছি । যথা ;–“দুৰ্ব্বল প্রকৃতি পৃথিবীর নিকটে তুমি অঙ্গীকারের সত্যতা অন্বেষণ করিও না যেহেতু এই বর্মীয়গীর সহস্র স্বামী ।” २