পাতা:হাফেজ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २५ ] সখে, গোলযোগ খৰ্ব্ব কর, ফিরে এস, দেখ, আমার নয়নতারা আবরণমুক্ত ( লজ্জাশূন্ত ) হইয়াছে। আমার দেহ চিত্তহারীর বিচ্ছেদে শীর্ণ হইয়াছে আমার প্রাণ সথার বিরহানলে দগ্ধ হইয়াছে। যে ব্যক্তি তোমার দিব্যাননোপরে চুর্ণকুন্তলরূপ শৃঙ্খল দর্শন করিয়াছে সেই অস্থির হইয়াছে ও মাদৃশ উন্মত্তের জন্তও তাহার মন দগ্ধ হইয়াছে। শৌণ্ডিকালয়ের জল আমার বৈরাগ্য বস্ত্র হরণ করিয়াছে, আমার বুদ্ধিগৃহ মুরালয়ের অগ্নি দগ্ধ করিয়াছে। বাহদশী বৈরাগী পুরুষ আমার ভাব জানে না, আমার সম্বন্ধে সে যাহা বলে তাহা কোন বিরক্তির বিষয় নহে। ধৰ্ম্মপথে যাত্রিকের ষাহ কিছু উপস্থিত হয় তাহা তাহার পক্ষে মঙ্গল ; মন, ধৰ্ম্মের সরল পথে কেহ পথভ্রান্ত হয় না । এ কেমন বহুচিত্রযুক্ত সমুচ্চ প্রসারিত চন্দ্ৰাতপ, ভূতলে কোন জ্ঞানবান এই প্ৰহেলিকার তত্ত্ব রাখে না। যে চাহে আসুক ও যে চাহে চলিয়া যাউক, এই মন্দিরে বাধা বিন্ন ও দেীবারিক প্রহরী নাই। op যাহা কিছু হয় আমার অযোগ্য দেহের জন্যই হয়, নতুবা অন্ত কাছার ও দেহের উপর তোমার পদার্পণ সঙ্কুচিত নহে। মুরালয়ের দ্বারে গমন করা একচিত্ত প্রেমিকদিগের কার্য্য, আত্মগৌরবপ্রদর্শকদিগের মুরাবণিকের পথে গতিবিধি নাই। আমি মুরালয়ের গুরুর দাস, যেহেতু র্তাহার করুণ চিরস্থায়িনী, অন্তথা ফকির ও দরবেশদিগের কৃপা কখন আছে, कथन नाहे !