পাতা:হাফেজ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8 ] বিচ্ছেদরজনী যখন উপস্থিত তখন পদস্খলিত হইয়াছি, যখন ঔষধ হস্তচু্যত তখন রোগগ্ৰস্ত আছি। মন বলিল যে, প্রার্থনাযোগে তাহার দশন পুনৰ্ব্বার লাভ করিবে, কিন্তু বহুকাল আমার জীবন প্রার্থনায় ব্যয়িত হইয়াছে। কল্য চিকিৎসক আমাকে দেখিয়া দুঃখের সহিত বলিলেন যে, হায়! হায়! তোমার রোগ আরোগবিধির বহির্ভূত হইয়াছে। সখে, “এই অনিত্য সংসার হইতে সে চলিয়া গিয়াছে,” এই কথা বলার পূৰ্ব্বে হাফেজের তত্ত্ব লইতে একবার তুমি পদার্পণ কর । ২৮ । —£43— আমি সেই ব্যক্তি যে মুরালয়ের প্রাস্তে আমার তপস্যাকুটার, গুরু অগ্নি উপাসকদিগের প্রার্থনা আমার প্রাভাতিক নিত্যবিধি । ঈশ্বরকে ধন্যবাদ যে, রাজা ও কাঙ্গালের সঙ্গে আমার সম্পর্ক নাই, সখার দ্বারের ভিক্ষুক আমার সম্বন্ধে রাজা । আমার মসজিদে ও মদিরালয়ে যাওয়ার লক্ষ্য তোমার দশন, তদ্ভিন্ন অন্ত কোন ভাব নাই, ঈশ্বর সাক্ষী । তোমার জন্য ভিক্ষুক হওয়া আমার পক্ষে রাজত্ব লাভ অপেক্ষা মুখকর, তোমাকর্তৃক নিপীড়ন ও নিগ্ৰহ আমার পক্ষে গৌরব ও সম্মান । বরং কালের করবালের আঘাতে সংসার তাগ করিব, তোমার সম্পদের দ্বার হইতে চলিয়া যাওয়৷ আমার প্রকৃতি ও নিয়তি নহে। যদবধি সেই দ্বারে মস্তক স্থাপন করিয়াছি তদবধি সুর্যের উচ্চাসন আমার আসল হইয়াছে।