পাতা:হাফেজ.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ३१ ] প্রেমের দুঃখ ক্লেশের কথা একটি উপন্যাসের অধিক নহে, কিন্তু আশ্চর্য্য এই যে, প্রত্যেকের নিকটে তাহ অন্তরূপ শ্রবণ করি । আমি গুরু অগ্নি উপাসকের দ্বার হইতে মস্তক কেন উত্তোলন করিব ? এই গৃহেই সম্পদ, এই দ্বারেই দুঃখের উন্মোচন । রাজাকে বল জীবিকা বিধাতার নিৰ্ব্বন্ধে আছে, আমি দীনতা ও বৈরাগ্যের মর্য্যাদা ত্যাগ করিব না । এই দ্বিদ্বারবিশিষ্ট পান্থশালা হইতে যখন অবশু প্রস্থান করিতে হুইবে তখন তোমার মুখপ্রাসাদের ছাদ উচ্চ হইল বা নীচ হুইল তাহাতে ক্ষতি কি ? ཧྲུ:ཝ་ ব্যতীত সুখ-স্থান লাভ হয় না, আদিমকাল হইতে প্রেম সঙ্কটকীর্ণ । তাৰাভাবে স্বীয় চিত্তকে বিষণ্ণ রাখি ও না, সন্তুষ্ট থাক, প্রত্যেক পূর্ণতার পরিণাম অভাব । আপন পক্ষ ও ডানাযোগে পথ চলিও না, শর কিয়ৎক্ষণ আকাশে উঠে, পরে ভূতলে পড়িয়া যায়। তোমার অত্যাচারের হস্তে পড়িয়া বলিয়ছিলাম নগর ছাড়িয়া চলিয়া যাইব, তুমি হাসিয়া বলিলে যে, “হাফেজ, চলিয়া যাও, কিন্তু তোমার পী বঁধে আছে” । ৩২ ৷ —:():— প্রেমের পথে পথের দূরত্ব ও নৈকট্য নাই, সখে, জামি তোমাকে স্পষ্ট দেখিতেছি ও তোমার নিকটে প্রার্থনা করিতেছি । প্রতিদিন প্রার্থনারাপ বণি দলকে সমীরণের সঙ্গে তোমার নিকটে প্রেরণ করিতেছি ।