পাতা:হাফেজ.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२ ] - দয়া করিয়া অামাকে নিজের নিকটে স্থান দান কর, তাহা হইলে অক্ষণ আমি তোমার চরণে নেত্রযুগল হইতে মুক্তাবিন্দু বর্ষণ করিব । আমার অশ্রু প্রবাহ কুহার জলপ্লাবন অপেক্ষ প্রবল হইয়াছে, কিন্তু হৃদয়ফলক হইতে তোমার প্রেমের ছবি ধৌত করিতে পারে নাই । আমি তোমার প্রেমেতে পৰ্ব্বত প্রান্তরে উন্মত্ত হইয়া ফিরেতেছি, তুমি দয়া করিয়া শৃঙ্খল শিথিল করিতেছ না। আমাকে কুৎসিত ভৎসনা করি ও না, প্রেম গুরু আমাকে প্রথম হইতে প্রতিমার মন্দিরে সমর্পণ করিয়াছেন । 'হে মন, সখার অসীম করুণাসত্ত্বে নিরাশ হইও না, যখন প্রেমের স্পৰ্দ্ধা করিয়াছ, তখন দক্ষতার সহিত মস্তক দান কর । হে প্ৰাতঃসমীরণ, সখার পথের ধুলি লইয়া এস, তাহা হইলে হাফেজ তদ্বারা প্রাণের চক্ষুতে জ্যোতিঃ সঞ্চারণ করবে। ৩ষ্ট । "-- নির্জনবাসীর বাহ্য দর্শনে আমাদের কি প্রয়োজন ? যখন সখীর বক্স রহিয়াছে তখন প্রান্তরে গমনের কি প্রয়োজন ? আমি অভাবগ্ৰস্ত ও জিহবা প্রার্থনাবিহীন, দাতার দ্বারে প্রার্থনার কি প্রয়োজন ? - সখার সমুজ্জল অন্তরে ভুবন প্রকাশ পায়, সেখানে আপন অভাব জ্ঞাপনের কি প্রয়োজন ? - সে দিন চলিয়ু গিয়াছে যে, নাবিকের অনুগ্রহের ঋণভার বহন করিব, যখন মুক্তফল প্রাপ্ত হইয়াছি তখন আর সমুদ্রযাত্রায় কি প্রয়োজন ? -