পাতা:হাফেজ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ ] রঞ্জিত করিব, আমি অজ্ঞান সুরামত্ত, এদিকে আমার নাম জ্ঞানবান । হা তোমার দ্বারে কণ্ঠে উপস্থিত হওয়া যাইতে পারে, গৌরবের আকাশে উত্থান কষ্টে হয়। বিধানপথের যাত্রিকগণ অৰ্দ্ধযবকণিকামূল্যেও গুণহীন লোকদিগের কৌশেয় গাত্রাবরণ ক্রয় করেন না । এই উদ্যান হইতে কণ্টক শূন্ত পুষ্প কেহ চয়ন করে নাই, সতাই মনুষ্যাত্মা ইন্দ্রিয় প্রবৃত্তিশূন্ত নহে । বসোরা হইতে হোসেন, আফ্রিকা হইতে বেলল, রোম হইতে সহিব এসলাম ধৰ্ম্ম গ্রহণ করিলেন, মক্কাতে স্থিতি করিয়া আবুজহল বিধে হইল, আশ্চৰ্য্য! অৰ্দ্ধ যবকণিকাদ্বারাও আমি সাধনকুটার ও অতিথিশালা ক্রয় করি না, আমার প্রাসাদ মুরালয় । t ভদ্র, আমার সহস্ৰ বুদ্ধি জ্ঞান ও নীতি ছিল, এক্ষণ আমি বিনশ প্রাপ্ত প্রমত্ত হইয়াছি, নীতিহীন বলিয় বিখ্যাত । - হাফেজ ধৈর্য্য ও দীনতাধূলি মুখমণ্ডল হতে প্রক্ষালন করিও ন, যেহেতু নিকৃষ্ট ধাতু লোহকে স্ববর্ণে পরিণত করার প্রক্রিয়া অপেক্ষ এই ধূলীর কার্য্য শ্রেষ্ঠ। ৩৯ ৷ ):-3\— & হে পুণ্যাত্মা বিরাগী পুরুষ, প্রমত্তদিগের দোষ কীৰ্ত্তন করি ও না, যেহেতু অষ্ঠের অপরাধ তোমার প্রতি অৰ্পিত হবে না। আমি সাধু হই বা অসাধু হই তুমি চলিয়া যাও, আপনাকে লষ্টয়া থাক, যে ব্যক্তি বীজ বপন করিয়াছে সেই পরিণামে শস্ত কৰ্ত্তন করিবে ।