পাতা:হাফেজ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૭ ] হৃদয়ের অবস্থা তোমার নিকটে বলিতে ও হৃদয়ের তত্ব তোমার নিকটে শ্রবণ করিতে আমার ইচ্ছা । হায়, এমন সুন্দর মুক্তাবিন্দু অন্ধকার রাত্রিতে গ্রথিত করিতে আমার ইচ্ছা । সমীরণ, অদ্য রজনীতে আমাকে সাহায্য দান কর, যেহেতু প্রভাতে বিকশিত হইবার আমার ইচ্ছা । - গৌরবলাভের নিমিত্ত নেত্ররোমযোগে তোমার পথের ধুলী ঝাট দিতে আমার ইচ্ছা । - হাফেজ, যে ব্যক্তি প্রেম করে নাই এবং মিলন চাহিয়াছে, সে মনোরূপ কাবামন্দির প্রদক্ষিণ করার ব্ৰত অজুরূপ অঙ্গগুদ্ধি না করিয়া গ্রহণ করিয়াছে। ৪• । به حصه eصیصه е - е “ স্বরা আমার মন হইতে দুঃখ দূর না করিলে বিপদের আঘাত আমার মূল উৎপাটন করিত। যদি মত্ততাযোগে বুদ্ধি লঙ্গর উত্তোলন না করে তবে তরণী কি প্রকারে বিপদের আবৰ্ত্ত হইতে রক্ষা পাইবে ? সৰ্ব্বত্রই তোমার মুখের ভাব আমার সঙ্গে আছে, তোমার কুম্ভলের সৌরভ আমার প্রাণের বন্ধন হইয়াছে। যদি তোমার দীর্ঘ কুন্তলগুচ্ছে আমার হস্ত সংলগ্ন না হয় তাহাতে আমার থৰ্ব্ব হস্তুেরই অপরাধ। शैव्र निङ्गड निरकउत्नब्र शब्रबान्क वण प्र, अमूक निर्खनৰাসী আমার মন্দিরের দ্বারের ধূলি। বাহে যদিচ তিনি আমার দৃষ্টির অগোচর, কিন্তু তিনি সৰ্ব্বন্ধ আমার অন্তদৃষ্টিতে বিদ্যমান। .