পাতা:হাফেজ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ ] যদি স্থা। ফজের দ্যয় কোন প্রার্থী দ্বারে আঘাত করে দ্বার উন্মোচন করিও, যেহেতু সে তোমার মুখচন্দ্রদর্শনের জন্য ব্যাকুল । ৪১ ৷ ' নিঃসঙ্গ হইয়া চল, শান্তির পথ সঙ্কীর্ণ, পানপত্র গ্রহণ কর, প্রিয় জীবন আর ফিরিয়া আসিবে না । আমিই যে কেবল ক্রিয়! হীন হুইয়া সম্প্রসারে বিষঃ তাহা নহে, অসুষ্ঠানবিহীন জ্ঞানীদিগের ও তাঁহাতে বিসঞ্জত । কোলাহলপূর্ণ সংসারে দিকে জ্ঞানদৃষ্টিতে নিরীক্ষণ কর, সংসার ও সংসারের ক্রিয় অর্থশূন্ত ও অস্থির । তোমার আননদর্শনে আমার হৃদয়ের প্রচুর আশা ছিল, কিন্তু শমন জীবনের পথে আশাসম্বন্ধে দস্থ্য স্বরূপ হইয়াছে । অদৃষ্টক্রমে মলিনভাগ্য লোকদিগে । মলিন মুখ ধৌত প্রক্ষা লনে শুভ্ৰ হয় না । যে সকল ভিত্তি দেখিতেছ সমুদায়ই ভঙ্গ প্রবণ, কিন্তু প্রেমের ভিত্তি ভঙ্গ প্রবণতাশূন্ত । হাফেজ, আদিম সুরাতে মন্ত, তাহাকে কোন কালে সচেতন পাইবে না । ৪২ ৷ ص- غ (ه): - হৃদয় বিদীর্ণ হইল, হৃদয়হারী ভৎসনা করিয়া বলিলেন, “তুমি আমার সঙ্গে বসিও না, তোমা হইতে মুখ অন্তৰ্হিত হইল।” তুমি কি শুনিয়ছে, এই সংসাররূপ সভাতে যে ব্যক্তি क्ब्रि९কাল মুখে স্থিতি করিয়াছে সভার অবসানে সে অমৃতপ্ত হইয়৷ উঠে নাই ? g