পাতা:হাফেজ.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రీ 1 তথাপি আমি সখীর মস্তকের একটি কেশ পৃথিবী পাইলেও বিক্রয় করি না । - দীন হাফেজ যখন সখীর দাসীনুদাস, তখন, সে যদি মনের ক্লেশ হইতে মুক্ত হয় তাহাতে দোষ কি ? ৪৪ ৷ —?)s (:— যদবধি তাহার বিচ্ছেদের শোক আমার মনে স্থান গ্রহণ করিআছে তদবধি তাহার চুর্ণকুন্তলের স্থায় আমার মস্তক বিঘুর্ণিত হইতেছে । যখন আমি তাহার করুণার ছায় আশ্রয় করিয়াছি তখন তিনি কেন আম হইতে ছায়া প্রত্যাহার করিবেন ? আজ প্রাতঃসমীরণ সুগন্ধিযুক্ত, হয়তো আমার সখী প্রাস্তরের পথ আশ্রয় করিয়াছেন । আমার দুই নেত্ৰনদীর অশ্রুরূপমুক্তাফল সংসারকে যেন উজ্জল মুক্তাতে পূর্ণ করিল। উষাকালে পুষ্পোদানের পক্ষী নব বিকশিত পুষ্পকে বলিল, গৰ্ব্ব খৰ্ব্ব কর, তোমার স্তায় বহু কুসুম এই উপবনে বিকশিত হইয়াছে । কুসুম হাস্ত করিয়া বলিল, সত্য কথায় দুঃখিত নহি, কিন্তু কোন প্রেমিক প্রেমাম্পদকে কটু কথা কহে না । যদি সেই মণিময় পাত্রে লোহিত সুরা পাইবার তোমার আকাঙ্কা থাকে তৰে নেত্ররোমে মণিমুক্ত বিদ্ধ, করিতে হুইৰে । - যে ব্যক্তি মুরালয়ের স্বারের ভূমি মুখমণ্ডল দ্বারা বাট দেয় নাই প্রেমের সৌরভ তাছার মস্তিক্ষে কখনও সমাগত হইবে নাশ ।