পাতা:হাফেজ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ৩৯ ] - প্রেমের কথা সেরূপ নয় যে, বল যাইতে পারে, পানপঞ্জিদাতা, সুরাদান কর, এই কথোপকথন খৰ্ব্ব কর । ছাফেজের অগ্রবৃষ্টি ধৈর্ণকে নদীতে বিসর্জন করিয়াছে, কি করে, প্রেমের শোক সন্তাপ গোপন করিতে পারিল না । ৪e { ー王[・]至ー যে পথিক মুরালয়ের পথের অনুসন্ধান পাইয়াছে সে অন্ত দ্বারে আঘাত করার চিন্তাকে অসুচিত মনে করিয়াছে। । যে জন মুরালয়ের দ্বারের পথ প্রাপ্ত, সুরাপাত্রের অনুগ্রহে সে সাধনকুটারের নিগুঢ় তত্ত্ব জানিতে পারিয়াছে। প্ৰমত্ত প্রেমিকদিগের সেবা ব্যতীত আমার নিকটে অন্ত কিছু চহিও না, আমার ধর্মগুরু বুদ্ধিমান হওয়াকে অপরাধ জানিয়াছেন । - যদিচ সখা আমার সঙ্গে উপবিষ্ট হন নাই তাহতে বিরক্তির বিষয় নহে, তিনি পূর্ণকাম রাজা, ভিক্ষুকদিগের সঙ্গে বসিতে র্তাহার লজ্জা হয় । । ষে ঋষি অনস্তিত্বের ভূমিতে বিচরণ করেন.তিনি মত্ত আছেন, যেহেতু তিনি আধ্যায়িক জগতের মন্তত রাখেন। আমার দীনতা ও কাতরতা সেই রূপবান সখাতে সংক্রামিত হয় না, তিনিই সুখী যিনি বিলাপাত্নরক্ত সখী হইতে সৌভাগ্য*ालौ छुझेब्रायझन । - উত্থান কর, যিনি এই বিচিত্র চিত্র সকল চতুর্দিকে রাখিয়াছেন সেই চিত্রকরের তুলিকার উদ্দেণ্ডে প্রাণ উংসর্গ করিৰ । মখৰ তুমি প্রেম করিতে সঙ্কল্প করিয়াছিলে তখন মূমি