পাতা:হাফেজ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88 | যে ব্যক্তি তোমার দ্বারে তোমার প্রেমের হস্তে হত হইয়াছে, সেই বিচারালয়ে তাহার সম্বন্ধে কোন প্রশ্নোত্তর নাই। তুমি দেখিয়াছ যে, সখা উৎপীড়ন ও অত্যাচার ব্যতীত অল্প ভাব রাখেন না, তিনি আমার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করিয়া ছেন, তাহাতে কোন দুঃখ করেন না । যে পথিক তাহার নিকেতনের দ্বারের পথ প্রাপ্ত হয় নাই, সেই দীনহীন প্রাস্তর অতিক্রম করিল, অথচ কাবানিকেতনের পথ পাইল না । প্রমন্ত প্রেমিক সুখী, যিনি ইহ পরলোক বিসর্জন করিয়াছেন, তিনি ক্ষতিবৃদ্ধির কোন চিন্তা করেন না । পানপান্তদাতা, স্বরা আনয়ন কর, এবং শক্রকে বল যে আমাকে তুচ্ছ করি ও না, এইরূপ পানপাত্র সম্রাটুজমও রাথিতেন না । হে সংসারবিরাগিন, তুমি চলিয়া যাও, আমাকে স্বৰ্গাভিমুখে আহবান করি ও না, আদেী ঈশ্বর আমাকে স্বর্গের জন্ত স্বজন করেন নাই । যে ব্যক্তি আত্মবিমাশের পথে ও সত্যের পথে বীজ বিকীর্ণ করে নাই সে অমরত্বের শম্ভভাণ্ডার হইতে এক ঘবকণিকাও গ্রহণ করিতে পারে না । হে সোফি, আমার সম্বন্ধে সুরা নিষেধ করিও না, যেহেতু জ্ঞানবান পুরুষ নিৰ্ম্মল মুর রসে আমার আদি প্রকৃতিকে স্বজন করিয়াছেন । *. পুণ্যাত্মা শোফি, স্বৰ্গলাভ করেন, যেহেতু তিনি আমার স্তায় জুরালয়ে নির্মল স্বরার নিমিত্ত বৈরাগ্য বস্ত্র গচ্ছিত রাখিয়াছেন।