পাতা:হাফেজ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sa ] যখন স্বৰ্গ মৰ্ত্তের চিকু ছিল না তখন প্রেশ্নের ছবি ছিল, কাল এক্ষণ প্রেমের ভিত্তি স্থাপন করেন নাই। আমি বৈরাগ্য ছাড়িয়া কখনও মুর ও গায়কের সাক্ষাৎ লক্তি করিতাম না, অগ্নিউপাসক বালকদিগের প্রতি অনুরাগই ইহাতে ও উহাতে আমাকে নিক্ষেপ কবিয়াছে। এক্ষণ জগৎ মনোরথসাধ ন নিযুক্ত হইব, যেহেতু কালচক্র জগৎপতির দাসত্বে আমাকে নিযুক্ত করিয়াছে। হয়তো এই উচ্ছ.খলায় হাফেজের বন্ধনোল্মোচন হইবে, যেহেতু আদি ভাগ্য তাহাকে অগ্নিউপাসকের মুরারসে বিসর্জন করিয়াছে। তোমার মুখজ্যোতিতে কোন দৃষ্টি উজ্জ্বল হয় নাই এমন নখে, তোমার দ্বারের মৃত্তিকা কোন নয়নে কজ্জল হয় নাই এমন নীৰ। তোমার বদনাবলোকন কাণীই তত্ত্বদৰ্শী হন, কিন্তু তোমার কুস্থলের ভাব কোন মস্তিষ্কে নাই এমন নহে । * যদি আমার রহস্তভেদী লোহিত বর্ণ অশ্রু নির্গত্ত হয় আশ্চৰ্য্য কি ? যে আপন কার্য্যে লজ্জিত সে রহস্তভেদী হয় নাই এমন নহে । * মাদৃশ চঞ্চলের প্রতি তুমি কি শক্রতার পরিকর বাধিতেছ ? আমার প্রাণমনে প্রেমের পরিকর নাই এমন নহে । তোমার বল্পাঞ্চলে বাযুযোগে কোন ধূলী সংলগ্ন না হয় এ জঞ্চ আমার চক্ষু হইতে অশ্রস্রোত কোন গম্যপথে প্রবাহিত নহে এমন নহে । আমি এই মন্দ ভাগ্যের জন্য ব্যথিত আছি, নতুবা ভোৰtয় नईौरङ अछ ¢कई लाङमान श्ङ्ग नां* अमन नरद ।