পাতা:হাফেজ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ * 4 J তোমার দুই চতুর চক্ষু খত ও খোতন দেশকে ধ্বংস করিয়াছে, হিন্দুস্থান ও মাচিন দেশ তোমার কুঞ্চিত কুন্তলকে করদান করিয়াছে । তোমার শুভ্র মুখমণ্ডল প্রভাকরের মুখমণ্ডলের স্তায় উজ্জল, তোমার কৃষ্ণ কেশগুচ্ছ ঘোরতর অন্ধকার অপেক্ষা কৃষ্ণ । এই পীড়া হইতে প্রকৃতপক্ষে আমি কোপায় আরোগ্য লাভ করিব ? যেহেতু তোমা হইতে আমার মনঃপীড়ার ঔষধ আসি তেছে না । - তোমার বদন অমৃতবারিকে জীবন দিয়াছে, শর্করাখণ্ড তুল্য তোমার অধর মেসরের মিশরি হইতে করগ্রহণ করিয়াছে। পাষাণ হৃদয় হইয়া কেন আমার প্রাণকে দলন করিতেছ ? যে মন দুৰ্ব্বল হয় ভঙ্গ প্রবণতায় সে কাচের সদৃশ । চাফেল্পের মনে তোমার দ্যায় রাজার প্রতি অভিলাষ জন্মিয়াছে, সে তোমার দ্বারভূমির নীচ ভূত্য হইলে ভাল ছিল । যদি তোমার ধৰ্ম্মে প্রেমিককে বধ করা বিধি হয় তবে যাহা তোমার কৰ্ত্তব্য আমার ও সম্পূর্ণ সেই কৰ্ত্তব্য । তোমার অধর অমৃতবারিসদৃশ প্রাণের অন্ন তাহাতে আমার পার্থিব শরীরের জীবন নাশ । কোন ব্যক্তি তোমার কুস্তলরূপ জাল হইতে মুক্ত হয় নাই, তোমার ক্ররূপকামুক হইতে ও কটাক্ষ বাণ হইতেও উদ্ধার পায় নাই •. এস, যদি তোমার ধৰ্ম্মে প্রেমিককে বধ করা বিধি হয়, ( বধ কর ) স্বীয় হৃদয়ের হত্যাকে আমি ক্ষমা করিলাম । হে বিরাগী পুরষ, তুমি আমার নিকটে ভদ্রতা, অনুতাপ ও