পাতা:হাফেজ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ es ] সেই বৃষ্টিস্বরূপ অগ্রুতে আশা করিতেছি যে, হয় তো সম্পদের সেই সৌদামিনী যে আমার দৃষ্টির অগোচর হইয়াছে তাহা ফিরিয়া আসিবে । ধদি সখার চরণে উৎসর্গীকৃত না হইল, তবে প্রাণরত্ন আমার অন্ত কোন কার্ষ্যে পুনয়ায় আসিবে। ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতেছি যে, যদি তিনি আমার মস্তকে পুনঃপদার্পণ করেন তবে তাহার পদতলের ধূলি আমার মস্তকের মুকুট হইবে । যদি আমি দেখি যে আমার নব পরিব্রাজকচন্দ্রমা ফিরিয়া আসূিতেছেন তবে আমি সৌভাগ্যের ছাদের উপর নব সম্পদের নহবত বাজাইব । * প্রিয় বন্ধুদিগের স্তায় আমি তাহার পশ্চাতে গমন করিতে ইচ্ছা করিয়াছি, আমার দেহ যদি ফিরিয়া না আইসে আমার সংবাদ ফিরিয়া আসিবে । বাদ্যের কলকল ধ্বনি ও প্রাভাতিক মধুর নিদ্রা তাহার অন্তরায় হইয়াছে, অন্যথা যদি তিনি আমার প্রত্যুষের আক্ষেপ ধ্বনি শ্রবণ করেন তবে ফিরিয়া আইসেন । আমি অস্তুর মধ্যে এক কামনা গুপ্ত রাখিয়াছি, যদি আমার মস্তক চুর্ণও হয় সেই কামনায় হইবে। সখার পথের ধূলির উপর আমি স্বীয় মুখমণ্ডল স্থাপন করিয়া আছি,• যদি সখা গমন করেন আমার মুখের উপর দিয়া গমন করা ৰিস্থিত। - - নেত্রবারি এমন এক জলপ্রবাহ যে, যাহার দিকে উৰা সঞ্চারিত ছয় তাহার মন পাষণে গঠিত্ব জুইলেও তাহাতে স্থানভ্রষ্ট হয়।