পাতা:হাফেজ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৬১ } যদ্বারা ধর্মগুরু খেজর অমর হইয়াছেন সেই বারি মুরালয়ে অন্বেষণ কর, উহা পানপাত্রে আছে * । আমি ও সুরা এবং বিরাগী পুরুষগণ ও ধৰ্ম্মভীরুতা এই দুষ্টয়ের পরস্পর যোগ, এই অবস্থায় সখা কাহার প্রতি অনুরাগ রাখেন । আৰ্ত্তজনের ক্ষত হৃদয়ে তোমার অধর লবণপুঞ্জ স্থাপন করিয়াছে। তিনি আপন ছিন্নশিরা প্রেমিকের নিকট হইতে বায়ুর হ্যায় দ্রুত চলিয়া যান, কি করা যায় ? যেহেতু তিনি জীবন, তাহার দ্রুতগতিত্ব আছে । সখার অধর যাহা ধারণ করে মহা যদি অমৃতবারি হয় তবে স্পষ্ট যে গুরু খেজর মৃগ তৃষ্ণার অংশী হইয়াছেন। আমার নেত্র সরল তরুরূপ তোমার ততুকে জলদ্বারা সতেজ করিবার জন্ত ইতস্ততঃ আশ্রস্রোত প্রবাহিত করিয়াছে । তোমার নিকটে আমার রুগ্ন মনের প্রার্থনা করার সুযোগ নাই, সেই ভগ্নব্যক্তি সুখী, যিনি বন্ধু হইতে উত্তর লাভ করেন । তোমার প্রমত্ত নয়ন যে ইতস্ততঃ প্ৰলয় উপস্থিত করিয়াছে, উহা ভগ্নহৃদয় হাফেজের প্রতি কবে কটাক্ষপাত করবে। ৬২। --سےے تو مج-مہ e & معبہ ہ এমন কে আছে যে অনুগ্রহপূর্বক আমার প্রতি সদ্ভাব করে, মাদৃশ ব্যক্তির অসদাচরণ স্থলে সদাচরণ করে। 黏 প্রথমতঃ ৰংশীধ্বনিযোগে আমাকে তিনি তাহার সংবাদ জ্ঞাপন

  • কথিত আছে খেজর নামক ধৰ্ম্মনেভা অমৃত বারি পান बह्णद्विग्ब्र! षषब्र श्रँश्नां८छ्न ।