পাতা:হাফেজ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७२ ] করেন, এবং তখন একটি পানপাত্ৰযোগে আমার প্রতি সহানুভূতি প্রকাশ করেন । সেই চিত্তহারী হইতে আমার প্রাণ নিপীড়িত হইয়াছে ও মনোরথ সফল হয় নাই, তাহা হইতে নিরাশ হওয়া যায় না, সম্ভবতঃ তিনি চিত্তরঞ্জন করিবেন । যে রুক্ষপ্রকৃতি কম্বলাচ্ছাদিত কপট বৈরাগী প্রেমেব সেীর ভ আভ্রাণ করে নাই, তাহাকে মত্ততার বিবরণ কিছু বল, তাহা হইলে সে চেতনা পরিত্যাগ করিবে । মাদৃশ অপরিচিত দীন হীন ব্যক্তির সঙ্গে সখার সন্মিলন হওয়া সুকঠিন, বাজারের প্রেমিকের সঙ্গে রাজা কবে আমোদ করিয়া থাকেন । * সেই কুঞ্চিত কুস্তলযোগে যদি আমি উৎপীড়িত হই তাহ আমার পক্ষে সহজ, যে ব্যক্তি প্রেম শৃঙ্খলে বদ্ধ তাহার কিসে দুঃখ ? যদি সমীরণ তোমার পল্লী হইতে সৌরভ আমার নিকটে উপস্থিত করে তাহা হইলে প্রতি প্রাণের সুসংবাদ লাভে সংসারকে উড়াইয়া দিব। যদিচ তুমি আমার অস্তিত্বকে বিনাশ করিয়াছ তথাপি মাদৃশ মৃত্তিকাখণ্ড হইতে কোন ধূলি যেন তোমার বস্থাঞ্চলে সংলগ্ন না झुम्न । যদবধি তুমি হে নয়নালোক, আমার দিকে দ্বার অবরুদ্ধ করিয়াছ তদবধি সংসার আমার প্রতি আর আনন্দের দ্বার উন্মুক্ত করে নাই । তোমার মুখমগুলের ভাব আমার নয়নকে অশ্রুপূর্ণ করে,