পাতা:হাফেজ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ఆరి ] তোমার কুঞ্চিত কুস্তলের কামনা আমার জীবনকে উৎক্ষিপ্ত করিয়! ফেলে । - তুমি আমার চক্ষুর সম্মুখে নও, আমার দৃষ্টির অগোচরেও নও, তুমি আমাকে স্মরণ কর না, স্মৃতির বহির্ভূত হইতেছ না। যদি শক্র ভৎসনাস্থলে করবালের আঘাত করে, তথাপি আমি সখী হইতে হস্ত সঙ্কুচিত করিব না, যাহা হয় হউক । যেমন ফরহাদ শিরিণের প্রেম সঙ্কট হইতে প্রাণ প্রত্যাহার করে নাই । তোমার প্রেমের হস্ত হইতে হাফেজ প্রাণকে প্রত্যাহার করিবে না + । উজ্জ্বল স্বরারসে যে সাধক অজু করিয়াছেন, তিনি প্রত্যুৰে যাইর গুণ্ডিকালয় দর্শন করিয়াছেন। ষে ব্যক্তি দুঃখের অশ্রুজল ও হৃদয়শোণিতযোগে অঙ্গ শুদ্ধি ( অজু ) করিয়াছে তাহার নমাজ ও প্রার্থনা সন্তোষজনক । লোহিত মণি তুল্য হুরার মূল্য কি বুদ্ধি হয় ? এস, এই বাণিজ্য কর, যে ইহার বাণিজ্য করিয়াছে সে লাভবান হইয়াছে। স্বরালয়ে এস, আমার দেবসন্নিধ্য পদের ভাব দর্শন কর, যদিচ উপদেষ্ট তুচ্ছভাবে আমার প্রতি দৃষ্টিপাত করিয়াছে। প্রণয় ও প্রেমের লক্ষণ প্রেমিকের প্রাণে অনুসন্ধান কর, যদিচ তোমার শ্রান্ত হৃদয়াগার সে লুণ্ঠন করিয়াছে। • • প্রাচীনকালে ফরহাদ নামক এক যুবক শিরিণ নামক এক যুবতীর প্রতি অত্যন্ত আসক্ত হইয়াছিল । শিরিণফরহাদনামক পারস্ত কাব্য গ্রন্থে তাহাদের প্রণয়ের বিশেষ বৃত্তান্ত বিবৃত झहेब्रf८छ् ।