পাতা:হাফেজ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ es I যদি হাফেজকে মণ্ডলীর আচার্য্য আহবান করে তোমরা বলি ও যে, সে স্বরাতে অঙ্গ শুদ্ধি ( অজু করিয়াছে। ৬৩। ー:(-):ー যখন মুরালয়ের ধূলিকে তুমি নয়নের কজল করিতে পারিবে তখন মুরাপাত্রের নিগুঢ় তত্বে দৃষ্টিস্থাপনে সুক্ষম হইবে । সুরালয়ের দ্বারে ভিক্ষা করায় বিচিত্র স্পর্শমণির ক্রিয় হয়, যদি তুমি এ কার্য্য কর, ধূলিকে সুবর্ণ করিতে সুক্ষম হইবে । নীল আকাশের নিম্নে মুরা ও গায়ক ভিন্ন স্থিতি করি ও নী, এই ব্যপদেশে মন হইতে দুঃখ দূর করিতে মুক্ষম হইবে । প্রেমনিকেতনের উদেখে অগ্ৰে পদ স্থাপন কর, যেহেতু এই যাত্রায় বহু লাভ করিতে সুক্ষম হইবে। তখন তোমার কাম কুসুম প্রস্ফুটত হইবে, যখন প্রাতঃসমীরণের ন্যায় তুমি তাহার সেবা করিতে সুক্ষম হইবে । তুমি যে শারীরিক প্রকৃতিৰ আলয় হ তে বহির্গত হইতেছ না, তত্ত্বের পথে কোথায় গমন করিতে সুক্ষম হইবে ? সথার রূপ কোন আচ্ছাদন রাখে না, কিন্তু পথের ধূলি নিবাবণ কর, তাহ হইলে দর্শন করিতে সুক্ষম হইবে । হে মন, তুমি সাধনার জ্যোতিবিষয়ে তত্ত্ব লাভ করিলে দীপের ষ্টায় হাসিতে হাসিতে মস্তক দান করিতে সুক্ষম হইবে । কিন্তু যাবং তুমি প্ৰেমাস্পদের অধর ও স্বরাপাত্র অভিলাষ কর, তাবৎকাল আশা করিও না যে তুমি অন্ত কাৰ্য্য করিতে সুক্ষম হইবে । 4. • সুরাপাত্র মন্তষ্যের হৃদয় বা প্রাণ, গুণ্ডিকালয় প্রেমনিকেতন। নিগৃঢ় তত্ত্বে দৃষ্টি স্থাপন, আধায়িক তত্ত্ব লাভ ।