পাতা:হাফেজ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I et J হাফেজ, তুমি এই মহা উপদেশ গ্রহণ করিলে প্রশস্ত ধৰ্ম্মপথে গমন করিতে মুক্ষম হইবে। ৬৪ । o - ー:-S-:ー এস; কালচক্র রোজার পাত্র হরণ করিয়াছে, ইদের নবচন্দ্রমা পানপত্র পরিবেশনে ইঙ্গিত করিয়াছেন । যে ব্যক্তি প্রেমহ্রালয়ের ভূমিরূপ তীর্থে উপনীত হইয়াছে সেই মক্কাতীর্থব্রতের ও রোজাক্রতের পুণ্য লাভ করিয়াছে । আমার প্রকৃত আলয় সুরালয়ের প্রান্ত, যে ব্যক্তি উছা নিৰ্ম্মাণ করিয়াছেন ঈশ্বর তাহার কল্যাণ করুন । নগরের ধৰ্ম্মাচার্য যে পূজার আসন স্কন্ধে বহন করিতেছেন, তিনি ও দ্রাক্ষা কন্যার ( সুরার ) শোণিতে বস্ত্রকে রঞ্জিত করিয়াছেন । আক্ষেপের বিষয় আজ নগরের সাধু পুরুষ সুরাপায়ীর প্রতি অবঞ্জার চক্ষে দৃষ্টি করিয়াছেন। সে বচন বিদ্যাসে অনেক বর্ণনা করিয়াছে যদিচ প্রেমের কথা হাফেজের নিকটে শ্রবণ কর, উপদেষ্টার নিকটুে শুনিও না। ৬৪ । س-:)*(:---- এক বোল বোল বিহঙ্গ হৃদয়ের শোণিত পান করিয়া (বহুকষ্ট্রে) একটি কুসুম প্রাপ্ত হইয়াছিল, আকস্মিক ঝঞ্জাবাত তাহার মন-ক শতধ ক্ষিপ্ত করিয়া ফেলিল । শুক পক্ষীর মন মুখচিন্তায় সুখী ছিল, অকস্মাৎ মৃত্যুর ঝড় মাগিয় তাহার আশার ছবিকে বিলুপ্ত করিয়া ফেলিল। . সেই প্রাণের মিষ্ট ফল আমার চক্ষের মণি, তাহার স্বরণ