পাতা:হাফেজ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ఆఆ ] পাকুক যে, সে স্বয়ং সহজে প্রস্থান করিয়াছে, কিন্তু আমার অবস্থা কঠিন হইয়াছে। উষ্ট্রচালক, আমার বন্ধু চলিয়া গিয়াছে, ঈশ্বরের দোহাই, সাহায্য কর, যেহেতু কৃপার আশা আমাকে এই উষ্ট্রপৃষ্ঠে স্থাপন করিয়াছে। আমার নয়নজল ও বদনমুক্তিকাকে অনাদর করি ও না, প্রকৃতি কর্দম ও কাষ্ঠযোগে মুখনিবাস নিৰ্ম্মাণ করিয়াছে । হায় ! হায় ! চন্দ্র স্বর্য্যের দৃষ্টি হইতে ক্ররূপ কাম্মু কধারী আমার চন্দ্রম সমাধি গর্ভে স্থান গ্রহণ করিয়াছে । কেহ কপোলে করাঘাত করিতেছে না, অথচ হাফেজের শক্তি বিলুপ্ত হইয়াছে, কি করিব কালের খেলা আমাকে বিহবল করিয়াছে * । ৬৬ ৷ مسس۔ 2* : -~ ভাগ্য আমাকে সর্থার মুখের নিদর্শন প্রদর্শন করিতেছে না, গুপ্ত তত্ত্বের সংবাদরূপ সম্পদ আমাকে প্রদান করিতেছে না। তাহার অধরের একটি চুম্বনলাভের জন্য প্রাণদান করিতেছি, আমার ইহা ( প্রাণ) তিনি গ্রহণ করিতেছেন না, এবং উহা ও দিতেছেন না । প্রতীক্ষায় প্রাণ হারাইলাম, এই যবনিকার ভিতরে প্রবেশ হইল না, হয়তো যবনিকাধারী আছেন, কিন্তু আমাকে নিদর্শন দিতেছেন না । 4. • थास्त्रो शtक्छ श्रोग्न श्रृखंङ्ग शृङ्गा श्हेप्ण श्रब्र ७हे छन লিখিয়াছিলেন।