পাতা:হাফেজ.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 לר ] দ্বার অবরুদ্ধ করিয়াছে, এবং তাহার কুঞ্চিক এক চিন্তহারীকে প্রদান করিয়াছে । - ভগ্নাবস্থায় তোমার নিকেতনে আসিয়াছি, যেহেতু চিকিৎসক তোমার কৃপারূপ ক্ষতনাশক ঔষধের বিষয় আমাকে বলিয়াছেম । হুে উপদেষ্টা, চলিয়া যাও, নিজের চিকিৎসা যাইয় কর, সুর। ও সখী এবং পানপত্রিদাতা কাহার ও ক্ষতি করে নাই । তাহার শরীর মুস্থ, চিত্তপ্রসন্ন ও মন আনন্দিত থাকুক, যেহেতু তাহার বদান্ত হস্ত এক দুৰ্ব্বলকে চরিতার্থ করিয়াছে । মাদৃশ দীনহীনের নিকটে তিনি উপস্থিত হইয়াছিলেন, এবং সহচরদিগকে বলিয়াছিলেন যে, “হায়ু ! আমার দুঃখী প্রেমিকের প্রাণ অল্প আছেন।” তত্ত্বরূপ মণিমুক্তার ভাণ্ডার হাফেজের হৃদয় তোমার প্রেমের পসাদে উহা জগতের মূলধন রক্ষা করিতেছে। ৭১ ৷ —: *):— আমার বাৰ্দ্ধক্য, কিন্তু যৌবনের প্রেম আমার মস্তকে স্থাপিত হইয়াছে, এবং সেই গুঢ়তত্ব যে অস্তরে গুপ্ত রাখিয়াছিলাম তাহ প্রকাশিত হইয়াছে । * * দৃষ্টির পথ দিয়া আমার মনপাখী উড়িয়া গিয়াছে, নয়ন, তুমি নিরীক্ষণ করিয়া দেখ কে জালে পড়িয়াছে ? • হায়! সেই নীলনেত্র সুগন্ধি মৃগ হইতে হৃদয়ের বহু শোণিত্ত আমার অন্তরে মৃগনভির স্তায় বদ্ধ হইয়াছে। তাহাঁর বিরহশোকভার যাহার যাহার নিকটে উপস্থিত করিয়াছিলাম, তাহারা সকলে বহনে অক্ষম হইয়াছে, এই ভার সম্পূর্ণ রূপে আমার নামে পড়িয়াছে ।