পাতা:হাফেজ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ns 1 আমার প্রেমের বিবরণ বলিয়াছে সে আমা হইতেই শ্রবণ করিয়াছে। জ্ঞানীর উপদেশ উত্তম এবং অতিশয় মঙ্গলজনক, যে মনোযোগের সহিত শুনিয়াছে তাহারই শুভাদৃষ্ট । হাফেজ, ( সখার জন্তা ) প্রার্থনা করাই তোমার নিত্যব্রত, তিনি তাহা শ্রবণ করিলেন বা না করিলেন সেই চিন্তায় তুমি থাকি ও না । ৭৪ ৷ আমি এ বিষয়ে আছি যে যদি সমর্থ হই এমন কাজে হস্তক্ষেপ করিব যেন দুঃখের অস্ত হয় । হৃদয়াগার অপরের সহবাসের স্থান নয়, দৈত্য যখন চলিয়া যায়, দেবতা আগমন করেন । সংসারের বিচারকদিগের সঙ্গ তামসী নিশার অন্ধকারস্বরূপ । জ্যোতি সুৰ্য্যের নিকটে প্রার্থনা কর, সম্ভবতঃ তাহ বিকীর্ণ হইবে । কাপুরুষ সংসারীদিগের দ্বারে কতক্ষণ বসিয়া প্রভু কখন বাহির হইবেন বলিয়া প্রতীক্ষা করিবে । বিষ অপেক্ষা অধিক আস্বাদ এই সংসারকে পরিত্যাগ কর, তাহা হইলে পুনৰ্ব্বার অমৃততুল্য সুমিষ্ট সংসার আসিৰে । কে গৃহীত হয়, এবং কি দৃষ্টিতে পড়ে এই উদ্দেধে সাধু অসাধু উভয়ে আপন সম্পত্তি প্রদর্শন করিল। s হে প্রেমিক বোল বোল, তুমি দীর্ঘ জীবন প্রার্থনা কর, যেহেতু পরিণামে উদ্যান হরিৎকান্তি ধারণ কৱিবে, এবং লোহিত কুমুম প্রস্ফুটিত হইবে।