পাতা:হাফেজ.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ ] যে পর্য্যন্ত সুর ও সুরালয়ের নাম গন্ধ থাকিবে অগ্নি উপাসক গুপীর পথের ধূলিতে আমার মস্তক স্থাপিত থাকিবে। অগ্নিপূজক গুরুর দাসত্বকৃগুল আমার কর্ণেত আছে, আমি যাহা ছিলাম সেই আছি, সেইরূপ থাকিব । আমার সমাধির উপরে যদি তুমি গমন কর উচ্চ আকাঙ্গণ করিও, যেহেতু ইহা জগতের প্রেমিকদিগের তীর্থ স্থান হইবে । যে ভূমিতে তোমার পদচিহ্ন থাকে সে স্থান বহুকাল পর্য্যন্ত প্রেমিকদিগের নমস্তভূমি হয়। হে আত্মপ্রিয় বিরাগী পুরুষ, তুমি চলিয়া যাও, সেই আবরণের অভ্যস্তরের তত্ত্ব তোমার ও আমার চক্ষুর অগোচর আছে, এবং থাকিবে । আমার প্রেমিকহন্ত সখ। অঞ্জ প্রমত্তভাবে বহির্গত হইয়াছেন না জানি আজ কাহার হৃদয়ের শোণিত ও বাহিত হইবে । ভদ্র. প্রমন্তদিগের দোষ কীৰ্ত্তন করিও না, কেহ জানে না যে, এই প্রাচীন পান্থশালা হইতে সে কি ভাবে প্রস্থান করিৰে । যে সময় তোমাৰু অকুরাগে মস্তক সমাধিগহবরে স্থাপিত হইবে, তখন হইতে প্রলয়ের উষাকাল পর্য্যন্ত আমার নয়ন তোমার প্রাত নিরীক্ষণ করিতে থাকিবে । হাফেজের ভাগ্য যদি এইরূপে আমুকুল্য করিতে থাকে, তবে সখার কুন্তল অন্ত জনের হস্তে থাকিবে। ৭৬ ৷ ভয় পাইতেছি যে বিরহশোকে আমার আশ্র রহস্তভেদী হইবে, এৰং এই গুপ্ত রহস্ত জগতে রাষ্ট্র হইয়া পড়িবে।